TRENDING:

Cyber Crime: ১০ % যৌনতার প্রলোভন দেখিয়ে প্রতারণা, আরও রয়েছে পথ, কলকাতা পুলিশ বদ্ধপরিকর সাইবার ক্রাইম রুখতে

Last Updated:

সাইবার প্রতারণা কমল শহরে, আরও কমানো লক্ষ্য পুলিশের, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কমল সাইবার প্রতারণা,  লক্ষ আরও কমানো অভিযোগের সংখ্যা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সাম্প্রতিক কালে গোটা রাজ্যে সাইবার হানার উদাহরণ প্রচুর, সেই প্রতারনার ফাঁদে পড়ে বিভিন্ন সময় একাধিক ব্যাক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়েছে প্রচুর টাকা, আর সেটি রুখতে রাজ্য পুলিশ অথবা কলকাতা পুলিশের তরফে বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে বহুবার। কলকাতা পুলিশের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে কেস হয় ২২০ টি যা ২০২২ সালের নিরিখে ২১২ টি।
Kolkata Police is taking important steps to ensure cyber crime cases are less in number- Photo- Representative
Kolkata Police is taking important steps to ensure cyber crime cases are less in number- Photo- Representative
advertisement

কলকাতা পুলিশের সাইবার থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ২০২১ সালের তুলনায় তার পরের বছর অর্থাৎ ২০২২ সালে অভিযোগ দায়ের করার সংখ্যা কমেছে অনেকটাই। একাংশের গোয়েন্দাদের মতে, বিভিন্ন মাধ্যমে সচেতনতা মূলক প্রচারের মাধ্যমে তুলনামূলক কমেছে অভিযোগের পাহাড়। এছাড়াও কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী অভিযোগ দায়ের করার আগে বিভিন্ন মাধ্যমে মারফত জানানোর সংখ্যাটাও কমেছে গত বছর। ২০২১ সালে তথ্য অনুযায়ী ৩৯৬৭ টি অভিযোগ মৌখিকভাবে বা বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে কিন্তু তা লিখিত নয়। একইভাবে ২০২২ সালে সেই সংখ্যাটি কমে হয় ২৭০০। সাইবার বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসরর হানার সময় গোটা রাজ্যবাসী ছিল গৃহবন্দি,  সেই সুযোগ নিয়ে অনলাইনে বিভিন্ন কাজের সুবাদে নানা সময় সাইবার প্রতারণার শিকার হয়েছে এই রাজ্যে মানুষ।

advertisement

আরও পড়ুন -  Weather Update: আজ সকালেই শীতে হাড়কম্প! সামনে হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা, প্রবল শৈত্যপ্রবাহের Alert

আরও পড়ুন -  পথ অবরোধ ঘিরে পুলিশ-বিজেপি ব্যপক ধস্তাধস্তি শিলিগুড়িতে, দুই বিধায়ক গ্রেফতার, তারপর...

গত ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কমার কারন সচেতনতা হলেও বিশেষজ্ঞদের একাংশের মতে করোনা কালে প্রযুক্তি নির্ভর হবার জন্যই বেড়েছিল সাইবার প্রতারণা। কলকাতা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৫০ শতাংশ অভিযোগ দায়ের করেছেন ছবি বিকৃত করা, নাম নিয়ে প্রতারণা করা, ভিডিও কল করে প্রতারণার মাধ্যমে।  ৩০ শতাংশ মূলত অনলাইন প্রতারণার অভিযোগ হয়েছে গত ২০২২ সালে, যার মধ্যে আছে অনলাইনে টাদা আদানপ্রদানের পদ্ধতিতেই জালিয়াতি। আরও ১০ শতাংশ মূলত হ্যাকিং করে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে কলকাতা পুলিশের সাইবার থানায়। বাকি ১০ শতাংশ যৌনতার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে বলে জানতে পেরেছে কলকাতা পুলিশের সাইবার থানা। যদিও এখনো হিসাবে করে দেখা গেছে অভিযোগ দায়ের করার পরে প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ অর্থ আটকাতে পেরেছে সাইবার থানা তদন্ত করে। প্রসঙ্গত, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল মাঝে মধ্যেই সাইবার প্রতারণার উপর বিশেষ নজর দেবার পরামর্শ দেন, এবার সাইবার প্রতারণায় অভিযোগ দায়ের সংখ্যা কমায় অনেকটাই আশার আলো দেখছে লালবাজার বলে মনে করে পুলিশের একাংশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

Susovan Bhattacharjee

বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyber Crime: ১০ % যৌনতার প্রলোভন দেখিয়ে প্রতারণা, আরও রয়েছে পথ, কলকাতা পুলিশ বদ্ধপরিকর সাইবার ক্রাইম রুখতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল