TRENDING:

ইভটিজিং ঠেকাতে নতুন ‘বীরঙ্গনা’ বাহিনী আনল কলকাতা পুলিশ

Last Updated:

সামনে পুজো। তার আগে ইভটিজিং রুখতে নতুন দাওয়াই কলকাতা পুলিশের। স্কুটার নিয়ে পথে নেমে পড়ল দ‍্য উইনার্স।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সামনে পুজো। তার আগে ইভটিজিং রুখতে নতুন দাওয়াই কলকাতা পুলিশের। স্কুটার নিয়ে পথে নেমে পড়ল দ‍্য উইনার্স।
advertisement

এ সব রিলে চলতে পারে। কিন্তু রিয়েলে নয়। সামনে পুজো। তার আগে ইভটিজিং রুখতে বুধবার থেকে রাস্তায় নেমে পড়লে কলকাতা পুলিশের মহিলা কর্মীদের বিশেষ দল।

ট্রাফিক পুলিশের মতোই পোশাকে লাগানো রয়েছে ক‍্যামেরা ৷ ইভটিজারদের শায়েস্তা করতে স্কুটার নিয়ে তৈরি, কলকাতা পুলিশের মহিলা কর্মীরা ৷

এ দিন দুপুর সাড়ে বারোটা নাগাদ, লালবাজারে, পুলিশ কমিশনারের সঙ্গে হাত মিলিয়ে পথ চলা শুরু করে মহিলা পুলিশ কর্মীদের এই বিশেষ দল। ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট, এক্সাইড, এলগিন রোড - স্কুটারে চেপে এ সব চত্বরে নজরদারি চালায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কয়েক মাস ধরে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। ইভটিজিং রুখতে দ‍্য উইনার্স কাজ শুরু করে দিল। যে সব জায়গায় ইভটিজিংয়ের অভিযোগ বেশি, সেখানে থাকবে বাড়তি নজরদারি। এখন এই বিশেষ দলে রয়েছেন জনা বিশেক মহিলা পুলিশ কর্মী। সংখ‍্যাটা আগামী দিনে আরও বাড়বে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ইভটিজিং ঠেকাতে নতুন ‘বীরঙ্গনা’ বাহিনী আনল কলকাতা পুলিশ