জরিমানা দিলেই ডিসকাউন্ট।। এবার ট্রাফিক ফাইন দিলেই মিলবে ছাড়। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে। ওয়ান টাইম ট্রাফিক ফাইন সেটেলমেন্ট চালু করল কলকাতা পুলিশ। বুধবার পুলিশ কমিশনার রাজীব কুমার নতুন স্কিমের কথা জানান।
ট্রাফিক আইন এখন বেশ কড়া। নিয়ম ভাঙলেই ফাইন। কিন্তু এই ফাইন দিতেই যত আপত্তি । লালবাজারে বাড়ছে ফাইনের তালিকা। বেশিরভাগ ক্ষেত্রে লোক আদালতে ট্রাফিক ফাইন সেটেলমেন্টের ব্যবস্থা হয়। কিন্তু সেখানেও বহু কেস পেন্ডিং। দশ থেকে বারো হাজারের বেশি কেস নেয় না লোক আদালত। এবার সমস্যা মেটাতে বকেয়া ট্রাফিক জরিমানা আদায়ে এককালীন ব্যবস্থা চালু করল পুলিশ।
advertisement
-- দু’টি পর্যায়ে বকেয়া ট্রাফিক ফাইন মেটানো যাবে
-- ১লা ডিসেম্বর থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত ৩৫ শতাংশে মীমাংসা
-- বকেয়া মেটালেই মিলবে ৬৫ শতাংশ ছাড়
-- ১৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ শতাংশে জরিমানা মীমাংসা
-- বকেয়া জরিমানা মিটিয়ে দিলে মিলবে ৫০ শতাংশ ছাড়
২৫টি ট্রাফিক গার্ড, লালবাজার ছাড়াও অনলাইনে দেওয়া যাবে ফাইন। তেরই ফেব্রুয়ারির পর বন্ধ হয়ে যাবে এই সুযোগ। তবে পরিকল্পনা সফল হলে ভবিষ্যতে সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।। সিপি রাজীব কুমার জানান, সরকারের কাছে তাঁরা আবেদন করবেন যাতে পলিউশন সার্টিফিকেট দেওয়ার আগে এবং ইনস্যুরেন্স রিনিউয়ালের সময়ে ট্রাফিক ফাইন বকেয়া আছে কিনা দেখে নেওয়া হয়।