**নতুন কাঠামো: দুটি পৃথক ক্যাডার**
বর্তমানে কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদকে দুটি শ্রেণিতে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুটি শ্রেণি হল:
advertisement
1. **AC-I (ইনভেস্টিগেশন ক্যাডার)** – যাঁদের মূল দায়িত্ব থাকবে অপরাধ তদন্তের ভার নেওয়া।
2. **AC-NI (নন-ইনভেস্টিগেশন ক্যাডার)** – এই ক্যাডারের অফিসাররা প্রশাসনিক ও প্রশিক্ষণের দায়িত্ব পালন করবেন, তবে সরাসরি তদন্তের দায়িত্ব থাকবে না।
আরও পড়ুন- মৃত্যুর ঠিক আগেই ‘মলত্যাগ’ করে মানুষ, কেন জানেন…? চমকপ্রদ ‘সত্যিটা’ জানলে মাথা ঘুরে যাবে!
আরও পড়ুন- ব্যাঙ্কে টাকা তুলতে এলেন মহিলা, ‘চেক’ এগিয়ে ধরতেই…ভয়ঙ্কর! এটা কী লেখা? ঘাম ছুটল
**নতুন ডিসি পদ তৈরির সিদ্ধান্ত**
সরকার এই দুটি ক্যাডার থেকেই পদোন্নতির মাধ্যমে নতুন ১২ জন ডেপুটি কমিশনার (DC) পদ তৈরির প্রস্তাব অনুমোদন করেছে।
– **AC-I ক্যাডার থেকে** ৫ জন অফিসারকে ডেপুটি কমিশনার পদে উন্নীত করা হবে।
– **AC-NI ক্যাডার থেকে** ৭ জন অফিসারকে ডেপুটি কমিশনার পদে উন্নীত করা হবে।
মঙ্গলবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। সিদ্ধান্ত কার্যকর হলে কলকাতা পুলিশের প্রশাসনিক ও তদন্ত প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।