মানিকতলার বিধান সরণীতে ইবি-র অভিযানে ধরা পড়েছে ৫২ কোজি ওজনের ১৩টি খালি অক্সিজেন সিলিন্ডার ও ১৫ কেজি ওজনের ২টি খালি অক্সিজেন সিলিন্ডার। জেরায় ওই চক্রের চাঁইরা জানিয়েছে, ছোট অক্সিজেন সিলিন্ডারগুলি ১৮-২০ হাজার টাকায় বিক্রি করা হত, আর বড়গুলি দাম ছাড়িয়ে যেত ৩৫ হাজার টাকা। যদিও বাজেয়াপ্ত করা অক্সিজেন সিলিন্ডারগুলি সবকটিই খালি ছিল। লাইসেন্স নিয়ে সংস্থার মালিককে তলব করা হয়েছে।
advertisement
প্রসঙ্গত, অক্সিজেনের কালোবাজারি রুখতে কলকাতা পুলিশের ইনটেলিজেন্স ব্রাঞ্চের পক্ষ থেকে তৈরি করা হয়েছে একটি বিশেষ টিম। ওই টিমে রয়েছেন ৮ জন ইবি'র গোয়েন্দা আধিকারিক ও পুলিশকর্মী। অক্সিজেন সিলিন্ডার কালোবাজারির চেষ্টা করলে সঙ্গেসঙ্গে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ইনটেলিজেন্স ব্রাঞ্চের আধিকারিকরা।
এদিকে, কলকাতায় রোগীদের কাছে দ্রুত অক্সিজেন পৌঁছে দিতে গ্রিন করিডর করছে কলকাতা পুলিশ। এই জন্য দু’টি নম্বরও দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। নম্বর দুটি হল- ০৩৩২২৫০৫০৯৬/০৩৩২২১৪৩৬৪৪। এই নম্বরে ফোন করলেই পৌঁছে যাবে ফোর্স।