TRENDING:

সপ্তমীর রাতে যাদবপুরে মদ্যপ বাইক চালকদের ধরপাকড় ! প্রায় ৩০ জনকে আটক করল পুলিশ

Last Updated:

পুলিশ সূত্রে খবর, মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে প্রায় ৩০ জনকে আটক করে পুলিশ। আটকদের ছাড়ানোর দাবিতে থানায় জড়ো হন বাইক চালকদের আত্মীয়পরিজন ও পরিচিতরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রৌনক দত্ত চৌধুরী, কলকাতা: সপ্তমীর রাতে যাদবপুরে মদ্যপ বাইক চালকদের ধরপাকড় করে কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ ও যাদবপুর থানার পুলিশ।
সপ্তমীর রাতে যাদবপুরে মদ্যপ বাইক চালকদের ধরপাকড়  (Photo: AI Generated Image)
সপ্তমীর রাতে যাদবপুরে মদ্যপ বাইক চালকদের ধরপাকড় (Photo: AI Generated Image)
advertisement

পুলিশ সূত্রে খবর, মদ্যপ অবস্থায় বাইক চালানোর অভিযোগে প্রায় ৩০ জনকে আটক করে পুলিশ। আটকদের ছাড়ানোর দাবিতে থানায় জড়ো হন বাইক চালকদের আত্মীয়পরিজন ও পরিচিতরা।

আরও পড়ুন– অষ্টমীতে রোদ ঝলমলে আবহাওয়া, নিশ্চিন্তেই ঘোরা যাবে মণ্ডপে, নবমীর রাত থেকে আবহাওয়ার বদল !

পুলিশের পক্ষ থেকে আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপের বিষয়ে জানানো হয়। এরপরেই ভোরের দিকে আটকদের ছাড়ানোর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে।

advertisement

বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলার পর বিশাল পুলিশ বাহিনী রাস্তায় নেমে অবরোধ তুলে দেয়।

আরও পড়ুন- এই যে পালালেন এশিয়া কাপের ট্রফি নিয়ে, কে এই মহসিন নকভি? তাঁর আরও কাণ্ড রয়েছে !

এদিকে ষষ্ঠীর মতো সপ্তমীর আকাশও রোদ ঝলমলেই ছিল। গোটা দিনই বৃষ্টিহীন থেকেছে কলকাতা। অষ্টমীতেও মহানগরের আবহাওয়ায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে নিশ্চিন্তে বেরোতে পারেন ঠাকুর দেখতে। তবে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রামে দু’-এক পশলা বৃষ্টি হতে পারে। তবে নবমী থেকে দুর্যোগ বাড়বে। দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দশমীর দিন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। কারণ, অষ্টমীতেই উত্তর আন্দামান সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। নবমীর মধ্যে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সপ্তমীর রাতে যাদবপুরে মদ্যপ বাইক চালকদের ধরপাকড় ! প্রায় ৩০ জনকে আটক করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল