সুপ্রতিম জানালেন, ‘‘অভিযোগ দায়ের করার ক্ষেত্রে কোনও রকম বাহানা চলবে না। এটা আমার জুড়িডিকশন বা এক্তিয়ার নয়, অভিযোগ গ্রহণ করলাম না, এহেন কাজ যেন না হয়৷’’ অর্থাৎ কেউ বিপদে পড়ে যে থানাতেই অভিযোগ জানতে এলে তাকে ফেরানো যাবে না। অভিযোগ গ্রহণ করতে হবে।জিরো এফআইআরের কথা স্মরণ করিয়ে দিয়েছেন পুশিল কমিশনার৷
advertisement
একইসঙ্গে পুলিশের কাজে গতি আনা, ভিশন বা লক্ষ্য ঠিক রেখে কাজ করার পরামর্শ দিলেন তিনি৷ পাশাপাশি ট্রাফিককে আরও স্মার্ট হওয়ার পরামর্শ দেন সুপ্রতিম সরকার৷
গত শুক্রবারই রাজ্য পুলিশে ব্যাপক রদবদলের কথা ঘোষণা করা হয়৷ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদ থেকে শনিবার, অর্থাৎ ৩১ জানুয়ারি অবসর নিচ্ছেন রাজীব কুমার। রাজ্য পুলিশের পরের ডিজি হচ্ছেন পীযূষ পাণ্ডে, রাজীব কুমারের অবসরের পরে ভারপ্রাপ্ত ডিজি পদে দায়িত্ব নেবেন তিনি।
গতকালই জানা গিয়েছিল মনোজ ভার্মার বদলে কলকাতা পুলিশে কমিশনার পদে দায়িত্ব নেবেন আইপিএস সুপ্রতিম সরকার। ১৯৯৭ ব্যাচের আইপিএস সুপ্রতিম সরকার এর আগে বিধাননগর পুলিশ কমিশনার পদে দায়িত্ব সামলেছেন। পরে তিনি এডিজি দক্ষিণবঙ্গ পদে দায়িত্ব নেন। এবার নির্বাচনের মুখে কলকাতা পুলিশের কমিশনার পদে দায়িত্ব নিতে চলেছেন এই দক্ষ পুলিশ আধিকারিক।
