ভুয়ো ভারতীয় নথি ব্যবহার করে শহরে বসবাসকারী এক বাংলাদেশি মডেল শান্তা পালকে (Shanta Paul) গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে ২০২০ সালে ইস্যু হওয়া একটি ভারতীয় আধার কার্ড পাওয়া গিয়েছে, যার ঠিকানা বর্ধমানে। একইসঙ্গে তার কাছ থেকে কলকাতার ঠিকানাযুক্ত আরও একটি আধার কার্ড এবং প্যান কার্ডও উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: ‘আমাকে অযোগ্য প্রমাণ করে দেবে!’ সুর নরমেও বড় বার্তা কল্যাণের! ‘ভাল’র কথা বলে কীসের ইঙ্গিত দিলেন? তুমুল জল্পনা তৃণমূলে
advertisement
তদন্তে জানা গিয়েছে, শান্তার স্বামী অন্ধ্র প্রদেশের বাসিন্দা। আধার কার্ডের ভিত্তিতে তৈরি করা হয়েছে প্যান কার্ডও। কীভাবে ও কোথা থেকে এই নথিগুলি তৈরি করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাংলাদেশি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী, শান্তা পালের বাংলাদেশে নিয়মিত যাতায়াত ছিল এবং সেখানকার বিনোদন জগতের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। বিভিন্ন ভিডিও ও সাক্ষাৎকারে তার উপস্থিতির প্রমাণ মিলেছে।