কলকাতা: খাস কলকাতায় যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল। সমাজমাধ্যমে পরিচয়ের পরে যুবকের সঙ্গে সাক্ষাত করেন যুবতী। সেই দিনই নৌকাবিহারের সময়ে যুবতীকে ধর্ষণ করা হয় বলে দাবি নির্যাতিতার।
পুলিশ সূত্রে খবর, প্রথম সাক্ষাতের দিনই গঙ্গাবক্ষে নৌকায় ২৩ বছরের ওই যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে দীপ নারায়ণ ভট্টাচার্য নামে এক যুবককে গ্রেফতার করেছে নেতাজি নগর থানার পুলিশ।
advertisement
ধৃত ওই যুবকের বিরুদ্ধে আরও অভিযোগ, ঘটনার পর থেকেই টাকা চেয়ে হুমকি দেওয়া হত ওই যুবতীকে। জানা গিয়েছে, সমাজমাধ্যমে আলাপের পর প্রথম দিকে চ্যাট এবং টেক্সট মেসেজে দুজনের মধ্যে কথা হত। পরে ফোনে কথা হতে শুরু করে, তারপরই একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়।
পরে মার্চ মাসে তারা প্রথম দেখা করেন প্রিন্সের ঘাটে। প্রথম সাক্ষাতের দিনই যুবতীকে গঙ্গাবক্ষে নৌকার ভিতরে ধর্ষণ করা হয়েছে বলে যুবতীর অভিযোগ। ঘটনার পর থেকে যুবতীর কাছে থেকে একাধিক বার হুমকি দিয়ে টাকা তুলেছেন বা তোলাবাজি করেছেন অভিযুক্ত যুবক, অভিযোগ এমনই।
আরও পড়ুন: SSC কাণ্ডে অযোগ্যদের তালিকায় বিধায়ক-কন্যার নাম! রাতে যুক্ত হয়েছে নাম, জানেন কোথাকার MLA?
জুলাই মাসে নেতাজি নগর থানায় লিখিত অভিযোগ করেন যুবতী। এফআইআর করে তদন্ত শুরু হলেও অভিযোগ হয়েছে জানার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন এই যুবক। অবশেষে গ্রেফতার করে রবিবার আলিপুর আদালতে পেশ করা হলে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।