TRENDING:

অমিত ভাওয়ালের মৃত্যুতে কলকাতা পুলিশের ট্যুইট, শ্রদ্ধা জানালেন প্রাক্তন নগরপাল অনুজ শর্মা

Last Updated:

স্ট্র্যান্ড রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ডে (Strand Road fire) আগুনে ঝলসে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। প্রাণ গিয়েছে কর্তব্যরত হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালেরও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: স্ট্র্যান্ড রোডের মর্মান্তিক অগ্নিকাণ্ডে (Strand Road fire) আগুনে ঝলসে ও দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। প্রাণ গিয়েছে কর্তব্যরত হেয়ার স্ট্রিট থানার এএসআই অমিত ভাওয়ালেরও৷ তাঁর মৃত্যুতে গভীর শোকাহত কলকাতা পুলিশ৷ এদিন লালবাজারে অমিত ভাওয়ালকে শেষ শ্রদ্ধা জানানো হয়৷
advertisement

কলকাতা পুলিশ তাদের ট্যুইটারে লিখেছে, "এএসআই অমিত ভাওয়ালের অকাল মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত৷  হেয়ার স্ট্রিট থানায় ওঁর পোস্টিং ছিল৷ গতকাল কর্তব্য করতে গিয়ে নিজের জীবন বলিদান করেন৷ আটকে পড়া মানুষদের বাঁচাতে গিয়েই আমাদের নায়ক চলে যায়৷ ওঁর জন্য কলকাতা পুলিশের শ্রদ্ধার্ঘ৷"

advertisement

কলকাতা পুলিশের ফেসবুক পেজে মঙ্গলবার সন্ধ্যায় মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে লেখা হয়, "অমিত ভাওয়াল। হেয়ার স্ট্রিট থানায় অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যায় স্ট্র্যান্ড রোডে রেলের বহুতল কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখেন, ১৩ তলায় ভয়াবহ আগুন, পরিস্থিতি সঙ্কটজনক। জানা যায়, ১৩ তলার অফিসে আটকে পড়েছেন কয়েকজন। সময় নষ্ট করা যাবে না বুঝে উদ্ধারের উদ্দেশ্যে ১৩ তলায় পৌঁছাতে চেষ্টা করেন অমিত। কিন্তু শেষরক্ষা হয়নি, অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান তিনি।আজ লালবাজারে অমিতের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন মাননীয় নগরপাল শ্রী সৌমেন মিত্র সহ অন্যান্যরা। অমিতের অকাল প্রয়াণে শোকাহত আমরা সকলেই। প্রয়াত সহকর্মীর পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার অনুজ শর্মা৷ তিনি লেখেন, "কুর্নিশ ও শ্রদ্ধা"৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
অমিত ভাওয়ালের মৃত্যুতে কলকাতা পুলিশের ট্যুইট, শ্রদ্ধা জানালেন প্রাক্তন নগরপাল অনুজ শর্মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল