TRENDING:

Kolkata Metro Rail : ৩৮ বছরের অপেক্ষার অবসান! আড়াই মিনিট পর পর মেট্রো দমদম-টালিগঞ্জ রুটে, সুবিধা বাড়বে যাত্রীদের

Last Updated:

Kolkata Metro Rail : দীর্ঘ ৩৮ বছর পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে থার্ড রেল বদলে ফেলা হবে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত গড়ে ৫ মিনিট অন্তর মেট্রো চালানো হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন দমদম থেকে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশন পর্যন্ত বসানো হবে অ্যালুমিনিয়ামের থার্ড লাইন। এর জন্য ইতিমধ্যেই টেন্ডারও জারি করা হয়েছে। দু’বছরের মধ্যে এই কাজ সমাপ্ত হবে। এক্ষেত্রে বলে রাখা দরকার, অ্যালুমিনিয়ামের এই থার্ড লাইন ইতিমধ্যেই ইস্ট-ওয়েস্ট ও জোকা-তারাতলা শাখায় বসানো হয়েছে।
মেট্রো চলবে আরও দ্রুত
মেট্রো চলবে আরও দ্রুত
advertisement

এমনকী আগামী দিনে যে সমস্ত জায়গায় মেট্রো হবে, সেখানেও বসানো হবে। এই অ্যালুমিনিয়াম লাইনের আরও ভাল বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতা থাকায় এতে বিদ্যুতের ভোল্টেজ ড্রপের কারণে যে শক্তির অপচয় হয় তা কম করার ক্ষমতা রয়েছে। এর ফলে মেট্রো পরিষেবাতে আরও গতি আসবে। যার জেরে যাত্রা সম্পন্ন হতে কম সময় লাগবে এবং অফিস টাইমের মতো ব্যস্ত মুহূর্তে কম সময়ের ব্যবধানে মিলবে পরিষেবা।

advertisement

মেট্রো জানাচ্ছে, এতে মেট্রো পরিষেবায় বিদ্যুতের ব্যবহার ৮৪ শতাংশ কমবে। যার ফলে বছরে প্রায় এক কোটি টাকার মতো সাশ্রয় হবে মেট্রো রেলের। এটি বসানোর খরচও স্টিলের থার্ড লাইনের চেয়ে কম। এই কাজ সম্পন্ন হলে সিঙ্গাপুর, বার্লিন, মিউনিখ, ইস্তানবুল লন্ডন, মস্কোর সঙ্গে একই সারিতে চলে আসবে কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখাও। এই কাজ অবশ্য মেড ইন ইন্ডিয়া প্রযুক্তির ব্যবহারও বলা যায়।

advertisement

আরও পড়ুন: ভর্তি হয়েছিলেন মাত্র দু’দিন, গভীর রাতে হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু যাদবপুরের পড়ুয়ার

দীর্ঘ ৩৮ বছর পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে থার্ড রেল বদলে ফেলা হবে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত গড়ে ৫ মিনিট অন্তর মেট্রো চালানো হয়। যেভাবে যাত্রী সংখ্যা বাড়ছে ও বিভিন্ন দিকে যেভাবে মেট্রোর লাইন সংযুক্ত করা হচ্ছে তাতে মেট্রো চাইছে আগামী দিনে মেট্রো পরিষেবা দেওয়া হোক আড়াই মিনিট অন্তর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

এই প্রযুক্তিগত পরিবর্তন ভীষণ দরকার। আপাতত সেই কাজ শুরু হল। অন্যদিকে মেট্রো রেলের খরচ যেভাবে বেড়েছে আয়ের তুলনায় তাতে মেট্রো পরিষেবায় ফাঁক না রেখে ধাপে ধাপে ব্যয় কমাতে চাইছেন তারা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail : ৩৮ বছরের অপেক্ষার অবসান! আড়াই মিনিট পর পর মেট্রো দমদম-টালিগঞ্জ রুটে, সুবিধা বাড়বে যাত্রীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল