পেশায় আইনজীবী কৌস্তভ দাস আবাসনে স্ত্রী ও তাঁর একমাত্র ছেলের সঙ্গে থাকতেন। গতকাল বিকেল সাড়ে চারটে নাগাদ ফ্ল্যাটের জানালা থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন: দেশজুড়ে চলছে ১৫ ‘ভুয়ো’ CBSE স্কুল, তালিকায় কলকাতার একটি স্কুল! বিস্ফোরক তথ্য প্রকাশ বোর্ডের
advertisement
দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে পুলিশের তরফে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত করে জানার চেষ্টা করছে এটি নিছকই আত্মহত্যা নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে।
আরও পড়ুন: কলকাতা মেট্রোয় বড় পোস্টে চাকরির সুবর্ণ সুযোগ, কারা আবেদন করতে পারবেন? রইল বিশদে
প্রতিবেশীরা জানিয়েছেন, অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন কৌস্তব দাস। স্ত্রী ও ছেলেকে নিয়ে দীর্ঘদিন সপ্তপর্ণী নামে ওই বিলাসী আবাসনে থাকতেন। হাইকোর্টে ওকালতি করতেন তিনি। কীভাবে ফ্ল্যাটের জানালা দিয়ে পড়ে গেলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ তদন্ত চালাচ্ছে।
সুস্মিতা মণ্ডল