হাওড়া জেলার ডোমজুরের বাসিন্দা ৩৪ বছর বয়সী সুজাতা প্রধান নস্কর পেশায় গৃহবধূ মে মাসের ২৮ তারিখ এক পথ দুর্ঘটায় আহত হন। গুরুতর আঘাত পান মাথায়। এরপর প্রথমে তাঁকে হাওড়ায় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় এস এস কে এম হাসপাতালে নিয়ে আসা হয় সুজাতা প্রধান নস্করকে। মাথায় গুরুতর আঘাতের জন্যে কোমায় চলে যান ওই তরুণী।
advertisement
এরপর এস এস কে এম হাসপাতালের চিকিৎসকরা জানান ব্রেন ডেথ হয়েছে।সুজাতার পরিবার সিদ্ধান্ত নেয় অঙ্গ দানের। সেই মোতাবেক শনিবার রাত ১২ টা ১০ নাগাদ এস এস কে এম হাসপাতাল থেকে গ্রিন করিডোর করে হৃদযন্ত্র নিয়ে যাওয়া হয় হাওড়া জেলার অন্দুলের এক বেসরকারি হাসপাতালে। এস এস কে এম হাসপতাল থেকে অন্দুলের বেসরকারি হাসপাতালে পৌঁছতে সময় লাগে মাত্র সাত মিনিট। সেখানে হৃদযন্ত্র প্রতিস্থাপন হয় ২৩ বছরের হুগলি জেলার এক তরুণের শরীরে।
আরও পড়ুন- দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য খারাপ খবর! উত্তরবঙ্গে আরও বাড়বে বৃষ্টি
এই বেসরকারি হাসপাতালে আগে আরও তিনটি হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছে। চিকিৎসক দেবাশিস দাস এবং তাঁর টিম এই অস্ত্রোপচার করেন। অন্যদিকে শনিবার রাতেই দুটি কিডনি এবং লিভার প্রতিস্থাপন হয় এস এস কে এম হাসপাতালে। লিভার পান হুগলি জেলার ৫৫ বছরের মৃত্যুঞ্জয় চক্রবর্তী। একটি কিডনি পান পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা সুরাইয়া ইয়াসমিন। সুজাতার অপর কিডনি প্রতিস্থাপন করা হয় উল্টোডাঙার বাসিন্দা বছর ৫২ রিতা করের শরীরে।
অঙ্গ গ্রহীতার চার পরিবারই সুজাতা প্রধান নস্করের পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন। আগামী দিনে অঙ্গ দান নিয়ে আরও সচেতনার কথাও উল্লেখ করেছেন পরিবার গুলি।
ওঙ্কার সরকার