TRENDING:

Kolkata News: মেডিক্যালে আচমকা NMC-র বিশেষ দল, ঘণ্টার পর ঘণ্টা ১৮ বিভাগে পরিদর্শন!

Last Updated:

Kolkata News: রাজ্যে এই প্রথম পরিদর্শন এনএমসির। মেডিক্যাল কলেজের মোট ১৮ টি বিভাগে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত থেকে চলল পরিদর্শন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  ন্যাশনাল মেডিক্যাল কমিশনের প্রতিনিধিরা আচমকা পৌঁছে গেলেন কলকাতা মেডিক্যাল কলেজে। রাজ্যে এই প্রথম পরিদর্শন এনএমসির। মেডিক্যাল কলেজের মোট ১৮ টি বিভাগে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত থেকে চলল পরিদর্শন। মূলত পরিকাঠামোগত সমস্ত কিছু সঠিক রয়েছে কি না, তাই পরিদর্শন করে দেখছে এনএমসি-র এই বিশেষ প্রতিনিধি দল। পরিদর্শনের রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এনএমসি-তে জমা দেওয়া হবে বলেই সূত্রের খবর।
কলকাতা মেডিক্যাল কলেজ
কলকাতা মেডিক্যাল কলেজ
advertisement

এনএমসি-র ১৮ জনের দল আচকাই পরিদর্শন করেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরিদর্শনে পোস্ট গ্রাজুয়েট স্তরে পঠন-পাঠনে কোনও ঘাটতি বা খামতি রয়েছে কি না তাও খতিয়ে দেখেন এনএমসি-র বিশেষ এই  প্রতিনিধি দল। সূত্রের খবর অনুযায়ী, ছুটিতে থাকা শিক্ষকদের ঘিরে প্রশ্ন উঠেছে এই পরিদর্শনে। কারণ সামনেই পরীক্ষা রয়েছে, ঠিক এই সময় কতজন শিক্ষক চিকিৎসক ছুটিতে থাকতে পারেন!

advertisement

আরও পড়ুন: হলুদ মাখন না কি সাদা মাখন? কোনটা খাওয়া নিরাপদ জানুন

কী ভাবে এই সময় ক্লাস চলছে তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন পরিদর্শন করা দলের সদস্যরা। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত চলে পরিদর্শন। এদিন সন্ধ্যায় অধ্যক্ষের ঘরে বসে বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করেন পরিদর্শনকারীরা। পরিদর্শন শেষে রিপোর্ট দেবে এনএমসি-তে। তবে রিপোর্ট পেশ করার আগে মুখ খুলতে নারাজ তাঁরা।

advertisement

আরও পড়ুন: ডিম্বাণুর গুণমান উন্নত করতে ডায়েটে এসব রাখছেন তো? অবশ্যই জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্প্রতি ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া’র সদস্যরা পরিদর্শনে গিয়েছিল আহমেদ ডেন্টাল কলেজে। সেই কলেজের পরিকাঠামো ঘিরে উঠেছিল একাধিক প্রশ্ন। রিপোর্ট জুড়ে শুধুই ঘাটতির ফর্দ! আগামী শিক্ষাবর্ষে বি ডি এসের ৫০ শতাংশ আসন হ্রাসের সুপারিশ করে কাউন্সিল। এই রিপোর্ট যে রাজ্যের স্বাস্থ্য দফতরকে বিপাকে ফেলেছিল তা আর বলার অপেক্ষা রাখে না। নেই পর্যাপ্ত অধ্যাপক, রয়েছে কর্মীর ঘাটতি, যন্ত্রাংশে মরচে পড়ে গিয়েছে। ল্যাবরেটরির অবস্থাও তথৈবচ। ডিসিআই- এর রিপোর্টে প্রশ্নের মুখে রাজ্য সরকারের এই ডেন্টাল কলেজের পরিকাঠামো। এনএমসি-র প্রথম পরিদর্শনের পর এবার ঠিক কী রিপোর্ট প্রকাশ করে সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: মেডিক্যালে আচমকা NMC-র বিশেষ দল, ঘণ্টার পর ঘণ্টা ১৮ বিভাগে পরিদর্শন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল