আরও পড়ুনঃ গাদা গাদা ড্রাই ফ্রুট খাচ্ছেন? ‘এঁদের’ জন্য যমের সমান…! শীতে দফারফা করে দেবে শরীর
অক্টোবর মাসের অধিবেশনে কাউন্সিলর বিশ্বরূপ দে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ায় কলকাতায় বাংলা ভাষার গুরুত্বকে আরও বেশি করে দেওয়ার জন্য সমস্ত সাইনবোর্ডে বাংলার উপস্থিতির নিশ্চিত করার দাবি জানান। এমনকী কর্পোরেশনের সমস্ত বিজ্ঞপ্তি, চিঠি এবং নথিও বাংলায় প্রকাশ করা উচিত। মেয়র ফিরহাদ হাকিম কলকাতা পৌরসভার যে নিয়ম রয়েছে সেটাই নতুন করে সার্কুলার দেওয়ার কথা বলেছিলেন। সেটাই কার্যকর করতে বলা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ একটি গাজরে দূর হবে সুগার, তরতরিয়ে কমবে ওজন! স্যলাডে নয়, রোজ এই ‘নিয়মে’ খান
প্রসঙ্গত বাম জমানায় ২০০৭ সালে তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য শহরের দোকানগুলির সাইনবোর্ডে বাংলা ভাষা ব্যবহার করতে নোটিস জারি করেছিলেন। যদিও তখন তা বাস্তবায়িত হয়নি।