TRENDING:

Kolkata News: মাথার দাম ৫০ লাখ...! তপসিয়া থেকে গ্রেফতার বিহারের কুখ্যাত 'গ্যাংস্টার'! উদ্ধার লক্ষ লক্ষ টাকা

Last Updated:

Kolkata News: কলকাতার তপসিয়া এলাকা থেকে বিহার পুলিশের হাতে গ্রেফতার হল বিহারের মধুবনি জেলার ১ নম্বর গ্যাংস্টার। অভিযুক্তের নাম রোহিত যাদব বিহারের মধুবনী জেলার বাসিন্দা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতার তপসিয়া এলাকা থেকে বিহার পুলিশের হাতে গ্রেফতার হল বিহারের মধুবনি জেলার ১ নম্বর গ্যাংস্টার। অভিযুক্তের নাম রোহিত যাদব বিহারের মধুবনী জেলার বাসিন্দা। একাধিক খুন-সহ একাধিক মামলা ছিল এই অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক ছিল রোহিত। মূলত মধুবনি জেলার বিভিন্ন প্রান্তে কুখ্যাত গ্যাংস্টার হিসেবে পরিচিত ছিল এই রোহিত যাদব। কুখ্যাত গ্যাংস্টারের মাথার দাম ছিল ৫০ লাখ টাকা। এমনটাই পুলিশ সূত্রে খবর।
কুখ্যাত 'গ্যাংস্টার' গ্রেফতার!
কুখ্যাত 'গ্যাংস্টার' গ্রেফতার!
advertisement

এই রোহিত যাদব বিভিন্ন সোর্স মারফত বিহার পুলিশ জানতে পারে কলকাতা তপসিয়া এলাকায় একটি ডেরায় আত্মগোপন করে রয়েছে অভিযুক্ত এই রোহিত।এরপর বিহার পুলিশের একটা বিরাট ফোর্স টোপসিয়া থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তপসিয়ার হিমগঞ্জ জমাদার লেনের একটি বিল্ডিং থেকে গ্রেফতার করে রোহিতকে। রোহিতের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২৭ থেকে ২৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

advertisement

আরও পড়ুন: 'যদি অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতিগ্রস্ত হয়...' ভিডিওবার্তায় বিরাট দাবি! এখনও সিবিআই জেরায় দিল্লির মুখ্যমন্ত্রী

একই সঙ্গে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তে পুলিশ জানতে পেরেছে এক বছর আগে প্রায় ২৮ লক্ষ টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কেনে রোহিত তারপর থেকেই স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতে শুরু করে তবে এলাকার কোনও বাসিন্দার সঙ্গেই মেলামেশা করত না এই রোহিত। এদিকে বিহার পুলিশ এই অভিযুক্তকে গ্রেফতার করতেই এলাকার বাসিন্দাদের মুখে মুখে আলোচনা শুরু হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উত্তরপ্রদেশের শুট আউট-এর ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। এবং তারপরই বিহারের এই যুবককে গ্রেফতার করা হল। পুলিশ সূত্রে অবশ্য জানা যাচ্ছে এই রোহিত বহুদিন পলাতক ছিল এবং কলকাতার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তকে আজ রবিবার শিয়ালদহ আদালতে তোলা হবে, ট্রানজিট রিমান্ডে তাকে বিহারে নিয়ে যাওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: মাথার দাম ৫০ লাখ...! তপসিয়া থেকে গ্রেফতার বিহারের কুখ্যাত 'গ্যাংস্টার'! উদ্ধার লক্ষ লক্ষ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল