এই রোহিত যাদব বিভিন্ন সোর্স মারফত বিহার পুলিশ জানতে পারে কলকাতা তপসিয়া এলাকায় একটি ডেরায় আত্মগোপন করে রয়েছে অভিযুক্ত এই রোহিত।এরপর বিহার পুলিশের একটা বিরাট ফোর্স টোপসিয়া থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে তপসিয়ার হিমগঞ্জ জমাদার লেনের একটি বিল্ডিং থেকে গ্রেফতার করে রোহিতকে। রোহিতের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২৭ থেকে ২৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
advertisement
একই সঙ্গে দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে তদন্তে পুলিশ জানতে পেরেছে এক বছর আগে প্রায় ২৮ লক্ষ টাকা দিয়ে এই ফ্ল্যাটটি কেনে রোহিত তারপর থেকেই স্ত্রী এবং মেয়েকে নিয়ে থাকতে শুরু করে তবে এলাকার কোনও বাসিন্দার সঙ্গেই মেলামেশা করত না এই রোহিত। এদিকে বিহার পুলিশ এই অভিযুক্তকে গ্রেফতার করতেই এলাকার বাসিন্দাদের মুখে মুখে আলোচনা শুরু হয়।
উত্তরপ্রদেশের শুট আউট-এর ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। এবং তারপরই বিহারের এই যুবককে গ্রেফতার করা হল। পুলিশ সূত্রে অবশ্য জানা যাচ্ছে এই রোহিত বহুদিন পলাতক ছিল এবং কলকাতার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তকে আজ রবিবার শিয়ালদহ আদালতে তোলা হবে, ট্রানজিট রিমান্ডে তাকে বিহারে নিয়ে যাওয়া হবে।