আরও পড়ুন: ২ ডিগ্রি পারদ পতন! আগামী ৪৮ ঘণ্টায় যা হতে চলেছে 'এই' শহরে! আবহাওয়ার বড় সতর্কতা
জানা গিয়েছে, টালিগঞ্জের বাসিন্দা মেঘনাদ চন্দ্রর বয়স ২৬ বছর। সোমবার বিকেলে বাইক থেকে পড়ে গিয়ে পায়ে চোট পান মেঘনাদ। যন্দ্রণায় কাতরাতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে পরিবারের তরফে যুবককে নিয়ে যাওয়া হয় বাঙুর হাসপাতালে। কিন্তু কোনও লাভ হয়নি। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম ও চিত্তরঞ্জন হাসপাতালে। সেখানেও চিকিৎসা মেলেনি বলেই অভিযোগ। শেষে মঙ্গলবার ভোররাতে তাঁকে এনআরএসে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, সেখানে মেঘনাদকে দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় ফেলে রাখা হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় যুবকের।
advertisement
আরও পড়ুন: পোস্টার দিল কারা? বিচারপতি মান্থা মামলায় 'দোষী' কারা? কোলকাতা পুলিশকে কড়া নির্দেশ আদালতের
পরিবারের অভিযোগ, প্রথমে তিনটি হাসপাতাল রেফার করেছে ওই যুবককে। এনআরএস হাসপাতালে ভর্তি নিলেও সেখানে বিনা চিকিৎসায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়। যার জেরে এই ঘটনা। তবে হাসপাতালের দাবি, চিকিৎসা করা হয়েছিল। মেঘনাদের অস্ত্রোপচারের ব্যবস্থা হচ্ছিল। তবে তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন যুবক।