#কলকাতা: নতুন বছরের শুরুতেই মাত্রাছাড়া দূষণ কলকাতায়। মঙ্গলবার শহরের বিভিন্ন জায়গার বায়ু দূষণের সূচক অন্তত সেই কথাই বলে।
২০১৯ শেষ হয়ে ২০২০ শুরু হয়ে গিয়েছে। কিন্তু কলকাতার দূষণ কমার কোনও রকম লক্ষণ দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার বেলা ৩ টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়াল এর দূষণের মাত্রা ছিল ২৮১ , বালিগঞ্জে ছিল ২৭১, রবীন্দ্র সরোবরে ছিল ২৪৫, বিধান নগরে ছিল ২১৪ । কিন্তু এদিন দূষণ সব থেকে বেশি ছিল ফোর্ট উইলিয়াম চত্বরে। সেখানে দূষণের মাত্রা ছিল ৩০৯ । যা অতি খারাপ বা very poor এর মধ্যে পড়ে। তবে যাদবপুরে দূষণের মাত্রা এদিন বেলা ৩ টার সময় ছিল অনেকটাই কম। সেখানে দূষণের মাত্রা ছিল ১৬৮।
advertisement
বর্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহেই কলকাতার দূষণ অতি খারাপ মাত্রায় পৌঁছায়। লক্ষ্মী পুজোর আগের দিন শহরের দূষণের খারাপ চিত্র সকলের চোখে পড়ে। ঐদিন দূষণের মাত্রা মাপার যে যন্ত্র পরিবেশ দপ্তর থেকে বসানো হয়েছে তারমধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর সূচক অতি খারাপ মাত্রায় পৌঁছে যায়। তারপর থেকেই শীত যত এগিয়ে এসেছে ততই দূষণের মাত্রা আস্তে-আস্তে বেড়েছে কলকাতার বুকে। মাঝে বুলবুল ঘূর্ণিঝড়ের সময় দূষণের মাত্রা অনেকটাই কমে ছিল। কিন্তু সেই প্রভাব কাটতে না কাটতেই দূষণের মাত্রা আবার বাড়তে শুরু করে।