TRENDING:

Kolkata: পুত্রঘাতী মা, নিজের ৮ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন! ছোট ছেলেকে আগেই...শিউরে ওঠা অভিযোগ

Last Updated:

Kolkata: ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ৮ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে থানায় আত্মসমর্পণ মায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ছেলেকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। ৮ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন করে থানায় আত্মসমর্পণ মায়ের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল তাকে পেশ করা হবে বারুইপুর মহকুমা আদালতে। খুনের কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ও ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি।
পুত্রঘাতী মা, নিজের ৮ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন! ছোট ছেলেকে আগেই...মায়ের বিরুদ্ধে শিউরে উঠা অভিযোগ
পুত্রঘাতী মা, নিজের ৮ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন! ছোট ছেলেকে আগেই...মায়ের বিরুদ্ধে শিউরে উঠা অভিযোগ
advertisement

নরেন্দ্রপুর থানা এলাকার খেয়াদহের মৌ লিহাটির বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডল, স্ত্রীর নাম তনুজা মণ্ডল। এই দম্পতির দুই সন্তান হয়। মাত্র ৬-৭ মাস বয়সে ছোট ছেলের মৃত্যু হয়। তখনও মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছিল। স্থানীয় প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেনির ছাত্র ছিল মৃত শিশু।

আরও পড়ুন: ‘শোলে’ ছবিতে ডবল রোলে অভিনয়! ৪৫ বছর পর বড় সিক্রেট ফাঁস করলেন অভিনেতা, স্ত্রী-মেয়ে দু’জনেই জনপ্রিয় অভিনেত্রী, ছবির শিশুটিকে চিনতে পারছেন

advertisement

আজ সকালে প্রসেনজিৎ ব্যবসার কাজে বেরিয়ে যায়। মাছের ব্যবসার সঙ্গে যুক্ত ওই ব‍্যক্তি। বাড়িতে একাই ছিল তনুজা। ঠাকুরমা সকালে ১০টা নাগাদ আসেন। এসে নাতির খোঁজ শুরু করেন। সেইসময় বাড়িতে ছিল না বাচ্চাটির মা। প্রতিবেশীদের কাছেও জিজ্ঞাসা করে। খোঁজ শুরু হলে খাটের মধ্যে কম্বল চাপা অবস্থায় উদ্ধার হয় শিশুর দেহ।

আরও পড়ুন: বাংলার সবথেকে শিক্ষিত জেলা কোনটি বলুন তো? ভাবছেন কলকাতা? বড় ভুল, নাম শুনলে চমকে যাবেন

advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। অভিযুক্তকে সঙ্গে করে নিয়ে এলে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এলাকার মহিলারা তার উপর হামলে পড়ে। লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: পুত্রঘাতী মা, নিজের ৮ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুন! ছোট ছেলেকে আগেই...শিউরে ওঠা অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল