পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর কালীপদ মুখার্জি রোডে, সকাল ৬.১৫ নাগাদ দুই যুবক মৌসুমী হালদারের পথ আটকায়, তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়, তার পরই একজন বন্দুক বার করে! বন্দুক দেখে পালাতে গেলে মৌসুমীর পিঠে গুলি লাগে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই গুলি চালানো হয়েছে। দুষ্কৃতীরা পলাতক। সাতসকালে এমন কাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। তদন্তে নেমেছে পুলিশ। আহত মৌসুমী হালদারের ছেলের বন্ধু দেবম নন্দী চৌধুরী জানান, ” গুলি চলে সকাল ৬:৩০ নাগাদ। পিঠে গুলি লেগেছে। সিটি স্ক্যান হয়েছে। যে গুলি চালিয়েছে, সে পাড়ারই লোক।”
advertisement
আহত মৌসুমি হালদার একটি ছোট দোকান চালান৷ ঘটনাস্থলের সামনেই বাড়ি স্থানীয় বাসিন্দা নন্দিতা গুহঠাকুরতার। তিনি বলেন, ” সকালে হঠাৎ টায়ার ফাটার মতো একটা শব্দ কানে আসে, তার পর আহত মহিলার আর্তনাদ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি মাটিতে মহিলা পড়ে রয়েছে।”
জানা যায়, সম্পর্কে টানাপোড়েনেই হরিদেবপুরে গুলি! অভিযুক্ত বাবলুর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে মৌসুমীর বাড়িতে অশান্তি! বাবলুর সঙ্গে সম্পর্ক ভাঙার চেষ্টা করেন মৌসুমী আর তাতেই ঘটে বিপত্তি। সোমবার মৌসুমী মর্নিংওয়াকে বেরোলে হামলা চালায় অভিযুক্ত, পিছু ধাওয়া করে গুলি চালিয়ে পালায়।
বাবলুর থেকে মৌসুমী টাকা নিয়েছিলেন বলে খবর! বাবলু ও তার সঙ্গীর খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
আরও পড়ুন:দক্ষিণবঙ্গে আপাতত খটখটে আবহাওয়া, উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা, দেখে নিন
এই ঘটনার কয়েকদিন আগেই, ২৭ অক্টোবর কলকাতায় ফের গুলি চলেছিল। যাদবপুরে এক যুবতীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে তাঁর প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। তবে গুলি যুবতীর গায়ে লাগেনি। ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার বিজয়গড় এলাকায়। পুলিশ সূত্রে খবর, ওই যুবতীর বাড়িতে গিয়ে তাঁর উপর হামলা চালায় প্রাক্তন প্রেমিক। পুলিশ সূত্রে খবর, এক সময়ে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক ভেঙে যায়। অভিযোগ, তার পর থেকেই প্রাক্তন প্রেমিকাকে নানা ভাবে উত্ত্যক্ত করত অভিযুক্ত।
