গতবছর ডিসেম্বর মাসেও 'টাকা উদ্ধার' কাণ্ডে খবরে এসেছিল কটন স্ট্রিট! সেখানকার একটি সংস্থার দফতর থেকে ৫০ লক্ষ নগদ টাকা সংগ্রহ করেছিল দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের চণ্ডীহাট এলাকার দুই বাসিন্দা আনোয়ার হোসেন মোল্লা (৫১) এবং তাঁর ছেলে মুস্তাকিন। পুলিশ তাদের গ্রেফতার করে।
প্রায় প্রতিদিনই টাকা উদ্ধার হচ্ছে শহরে! বৃহস্পতিবার গড়িয়াহাট মোড় থেকে কোটি টাকা উদ্ধার করল পুলিশ। জানা যায়, গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছিল ২ ব্যক্তি। কোটি টাকা-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশের।বুধবার কলকাতায় কয়লা পাচারকাণ্ডের তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বালিগঞ্জের একটি বেসরকারি সংস্থার দফতরে সারা রাত তল্লাশি চালিয়ে প্রচুর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ইডি-র আধিকারিক সূত্রে খবর, ১ কোটি ৪০ লক্ষ নগদ টাকা পাওয়া গিয়েছে ওই দফতর থেকে। সঙ্গে উদ্ধার করা হয়েছে কিছু ডিজিটাল তথ্যও।
advertisement
তদন্তের সূত্রেই কয়লা পাচারকাণ্ডের এই বেসরকারি সংস্থার নাম সামনে আসে। ইডি জানতে পারে, এই বেসরকারি সংস্থাটির মাধ্যমে কয়লা পাচারকাণ্ডের টাকা বিনিয়োগ করা হত। এ ভাবে কালো টাকা সাদা করা হত বলে সন্দেহ তদন্তকারীদের। বালিগঞ্জের টাকার সঙ্গে কি গড়িয়াহাটের যোগসূত্র রয়েছে? তদন্তে ইডি।