দিনে চারটি করে শহরে বিভিন্ন জায়গায় নাটক হবে। দলের নাম, 'কওকথা'। এই নাটক গ্রুপের কর্ণধার বলেন, "ছট পুজোতে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই পথনাটিকার বিশেষ ব্যবস্থা। যাতে জলের বাস্তুতন্ত্র নষ্ট না হয়, সেই বার্তা দেওয়া হচ্ছে। রবীন্দ্র সরোবর জাতীয় লেক। একে রক্ষা করা সকলের কর্তব্য। কেএমডিএ-র পক্ষ থেকে আমরা পথনাটিকার এই বিশেষ উদ্যোগ নিয়েছি।"
advertisement
আরও পড়ুন: তৈরি হবে 'শিশু সংসদ'! স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে ৯ দফা গাইডলাইন! কী রয়েছে সেই গাইডলাইনে
আরও পড়ুন: দীপাবলিতে স্বস্তি পেল কলকাতা, কিন্তু ঘনাচ্ছে বড় বিপদ! চিন্তায় পরিবেশবিদরা
কেএমডিএ সূত্রে খবর, ছট পুজোর জন্য ৪৭টি বিকল্প ঘাটের ব্যবস্থা করা হবে। তার মধ্যে রয়েছে, গল্ফ গার্ডেনে রামধন পার্ক, গোবিন্দন কুট্টি পার্ক, ঢাকুরিয়া যোধপুর পার্ক, রিজেন্ট এস্টট, বিক্রম গড়, যাদবপুর, কসবা, পাটুলি ঘাট-সহ একাধিক বিকল্প ঘাটের ব্যবস্থা।
রবীন্দ্র সরোবর এলাকায় ছটের জন্য প্রতি বারের মতো এবারেও কলকাতা পুলিশের কড়া নজরদারি থাকছে। রবীন্দ্র সরোবরে প্রতি গেটে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকছে। গেটে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। কেএমডিএ সূত্রে খবর, রবিবার ও সোমবার ছটের জন্য বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর লেক। সব মিলিয়ে বলা যায় ছটের জন্য বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।