TRENDING:

ছটের সময়ে সরোবর পরিষ্কার রাখতে লেকের বাইরে পথনাটিকা, অভিনব উদ্যোগ কেএমডিএ-র

Last Updated:

রবীন্দ্র সরোবর এলাকায় ছটের জন্য প্রতি বারের মতো এবারেও কলকাতা পুলিশের কড়া নজরদারি থাকছে। রবীন্দ্র সরোবরে প্রতি গেটে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকছে। গেটে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ছটের জন্য অভিনব উদ্যোগ। রবীন্দ্র সরোবরে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি উদ্যোগে ছট পূণ্যার্থীদের জন্য সচেতনতামূলক পথনাটিকার বন্দোবস্ত। সাধারণ মানুষকে সচেতনতার বার্তা জন্য এই সিদ্ধান্ত। রবীন্দ্র সরোবরে ফুল পাতা যেন জলে না ফেলে কেউ, তাই এই বিশেষ পথনাটিকা। জলে ফুল, তেল ফেলা হলে জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। সেই বার্তা দিচ্ছেন বহুরূপী মাছ, পাখি সেজে নাটকের সদস্যরা।
advertisement

দিনে চারটি করে শহরে বিভিন্ন জায়গায় নাটক হবে। দলের নাম, 'কওকথা'। এই নাটক গ্রুপের কর্ণধার বলেন, "ছট পুজোতে সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই পথনাটিকার বিশেষ ব্যবস্থা। যাতে জলের বাস্তুতন্ত্র নষ্ট না হয়, সেই বার্তা দেওয়া হচ্ছে। রবীন্দ্র সরোবর জাতীয় লেক। একে রক্ষা করা সকলের কর্তব্য। কেএমডিএ-র পক্ষ থেকে আমরা পথনাটিকার এই বিশেষ উদ্যোগ নিয়েছি।"

advertisement

আরও পড়ুন: তৈরি হবে 'শিশু সংসদ'! স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে ৯ দফা গাইডলাইন! কী রয়েছে সেই গাইডলাইনে

আরও পড়ুন: দীপাবলিতে স্বস্তি পেল কলকাতা, কিন্তু ঘনাচ্ছে বড় বিপদ! চিন্তায় পরিবেশবিদরা

কেএমডিএ সূত্রে খবর, ছট পুজোর জন্য ৪৭টি বিকল্প ঘাটের ব্যবস্থা করা হবে। তার মধ্যে রয়েছে, গল্ফ গার্ডেনে রামধন পার্ক, গোবিন্দন কুট্টি পার্ক, ঢাকুরিয়া যোধপুর পার্ক, রিজেন্ট এস্টট, বিক্রম গড়, যাদবপুর, কসবা, পাটুলি ঘাট-সহ একাধিক বিকল্প ঘাটের ব্যবস্থা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

রবীন্দ্র সরোবর এলাকায় ছটের জন্য প্রতি বারের মতো এবারেও কলকাতা পুলিশের কড়া নজরদারি থাকছে। রবীন্দ্র সরোবরে প্রতি গেটে পুলিশের বিশেষ ব্যবস্থা থাকছে। গেটে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। কেএমডিএ সূত্রে খবর, রবিবার ও সোমবার ছটের জন্য বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর লেক। সব মিলিয়ে বলা যায় ছটের জন্য বিশেষ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ছটের সময়ে সরোবর পরিষ্কার রাখতে লেকের বাইরে পথনাটিকা, অভিনব উদ্যোগ কেএমডিএ-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল