২০১৯ সালের ৩১ অগস্ট, বউবাজারের বি বি গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার স্ট্রিট, দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা ঘরছাড়া হয়েছিলেন। মেট্রো রেলের কাজের জন্য একের পর এক বাড়িতে বিশাল ফাটল ধরে। হেলে পড়েছিল বাড়ি। আতঙ্ক, ভয়ে ঘরছাড়া হয়েছিলেন অনেকেই। ফের সেই একই বিপর্যয় ঘটেছে। বি বি গাঙ্গুলি স্ট্রিটের বাসিন্দা রীনা চক্রবর্তী জানিয়েছেন, 'আতঙ্ক নিয়েই গত ২ বছর ৯ মাস ধরে কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরেই বাড়ি কাঁপত, উপায় ছিল না। বারবার মেট্রো রেলকে জানিয়েও কোনও লাভ হয়নি।সামনেই মেট্রো রেলের এই সংক্রান্ত একটি অফিস রয়েছে, সেখানেও গিয়ে কোনও লাভ হত না। সব কিছুর জন্যই মেট্রো দায়ী।'
advertisement
আরও পড়ুন: কদিন ধরেই কু ডাকছিল মন, বুধবার রাতে আঁতকে উঠল বউবাজার! কী ঘটেছিল ঠিক?
মেট্রো সূত্রে জানা গিয়েছে, এই কাজ হয়ে গেলেই সম্পূর্ণ হত শিয়ালদা-ধর্মতলা মেট্রোর টানেলের কাজ। মাটি কেটে সিমেন্টের দেওয়াল ও মেঝে বানানোর কাজ চলছিল। কিন্তু কলকাতায় ভারী বৃষ্টির জেরেই বিপর্যয় ঘটল। প্রাথমিক অনুমান, মাটির নিচের জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়, জল উঠতে শুরু করে নীচ থেকে। ফাটল ধরে যায় সংলগ্ন ৫টি বাড়িতে। আশঙ্কাজনক অবস্থা থাকায় ফাঁকা করানো হয় আরও তিন চারটি বাড়িকে। ঘরছাড়া প্রায় ৮০-৯০ জন।