TRENDING:

পুজোর আগেই চমক! রুবি থেকে গড়িয়া গড়াল মেট্রোর চাকা, জানা গেল যাত্রী পরিষেবা কবে থেকে

Last Updated:

কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্প অর্থাৎ লাইন ৬ এর ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যা সামনে এসেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুপুর ১টা ৫০। রুবি মোড়ের হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনে প্রবেশ করলো একটি নন এসি রেক। দীর্ঘদিন ধরে কাজ চলার পরে শেষমেশ সফলভাবে চাকা গড়ালো রুবি-গড়িয়া মেট্রো রুটে। আজকের ট্রায়াল রানে মেট্রোর সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২৫ কিমি।কলকাতা মেট্রোর লাইন সিক্স বা অরেঞ্জ লাইনে মেট্রোর চাকা গড়াতেই যাত্রী পরিষেবার প্রারম্ভের কার্যত কাউন্ট ডাউন শুরু হয়ে গেল কলকাতা মেট্রোর এই সংযোজনে।
ট্রায়াল রানে মেট্রো
ট্রায়াল রানে মেট্রো
advertisement

কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্প অর্থাৎ লাইন ৬ এর ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যা সামনে এসেছে। সামনে এসেছে বেশ কিছু জটিল জমি-জটের সমস্যাও। তবে সেসব অতিক্রম করেই প্রথম দফার অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো চালানোর যে উদ্যোগ মেট্রো রেল নিয়েছে, তাতে পরবর্তী দফাগুলিও ত্বরান্বিত হবে বলে আশা মেট্রোর। আপাতত মোট পাঁচটি স্টেশনের মধ্যে চলাচল করবে এই মেট্রো। কবি সুভাষ থেকে যথাক্রমে সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত পেরিয়ে মেট্রো পৌঁছবে রুবি মোড় সংলগ্ন হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনে।

advertisement

আরও পড়ুন- আন্দোলনে অবরুদ্ধ রেল ও সড়কপথ, জট কাটাতে কুড়মি নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন আদিবাসী উন্নয়ন দফতরে

আরো পড়ুন- আগামিকাল মহালয়ায় কি প্রবল বৃষ্টি নাকি ভ্যাপসা গরম, জেনে নিন তর্পণে যাওয়ার আগেই

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

প্রথম দফার যাত্রী পরিষেবা চালু হলে বাইপাস সংলগ্ন অংশের মানুষদের সুবিধার পাশাপাশি কলকাতার পূর্ব অংশের পরিবহন মানচিত্র আপাতভাবে পাল্টে যাবে। দাবি মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীর। মেট্রো রেল সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর মাসেই কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে পর্যবেক্ষণের জন্য আবেদন জানাতে চলেছে কলকাতা মেট্রো। তাতে সবুজ সংকেত পেয়ে গেলে এ বছরের মধ্যেই কলকাতাবাসীকে এই উপহার দিতে চলেছে মেট্রোরেল। তবে তবে প্রথম দফায় এই শাখা চালু হলেও এখনও বিভিন্ন জটিলতা রয়েছে এই শাখারই অন্যান্য অংশে। তাই কবে কবি সুভাষ থেকে এক মেট্রো চড়েই সল্টলেক সেক্টর ফাইভ হয় এয়ারপোর্ট চলে যেতে পারবেন তা নিয়ে সংশয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে জোকা থেকে তারাতলার মত পূর্ব রেলের সংযোগকারী স্টেশন হওয়ায় সুবিধা হবে অনেকেরই, দাবি মেট্রোর।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পুজোর আগেই চমক! রুবি থেকে গড়িয়া গড়াল মেট্রোর চাকা, জানা গেল যাত্রী পরিষেবা কবে থেকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল