মেট্রো রেল সূত্রের খবর,
উত্তর-দক্ষিণ মেট্রোয় পঞ্চমী ও ষষ্ঠীর দিন ২৮৮ টি পরিষেবা
সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন ২৪৮ টি পরিষেবা
দশমীর দিন ১৩২ টি পরিষেবা
একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত ২৩৪ টি পরিষেবা
আরও পড়ুন: কোন মেট্রো স্টেশনে নামলে কী পুজো? উত্তর থেকে দক্ষিণ, করে নিন ঠাকুর দেখার প্ল্যান
advertisement
দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে ঘুরে যাঁরা প্রতিমা দর্শন করেন তাঁদের জন্য সুখবর!!
অন্যান্য বছরের মতো এ বছরেও মেট্রো রেলওয়ে দুর্গাপুজোর দিনগুলোয় কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য নর্থ -সাউথ মেট্রোয় সারা রাত মেট্রো চালাবে। কলকাতা মেট্রোর দুর্গাপুজোর সময়সূচি এই রকম :
পঞ্চমী ও ষষ্ঠী
যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী (১৯/১০/২৩) এবং ষষ্ঠী (২০/১০/২৩) কলকাতা মেট্রো ২৮৮ টি পরিষেবা (১৪৪ টি আপ এবং ১৪৪ টি ডাউন ) দেবে।মেট্রো চলবে সকাল ৬:৫০ থেকে মধ্যরাত পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৫ অথবা ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্রথম পরিষেবা
৬:৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
৬:৫০ দমদম থেকে কবি সুভাষ
৬:৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর
৭:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
শেষ পরিষেবা
২২:৩৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
২২:৪০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
২২:৫০ দমদম থেকে কবি সুভাষ
২২:৫০ কবি সুভাষ থেকে দমদম
সপ্তমী , অষ্টমী ও নবমী
যাত্রীদের সুবিধার্থে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩) মেট্রো ২৪৮ টি পরিষেবা (১২৪ টি আপ এবং ১২৪ টি ডাউন ) দেবে।মেট্রো চলবে বেলা ১২:৫৫ থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৬ অথবা ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্রথম পরিষেবা
১২:৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর
১৩:০০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
১৩:০০ দমদম থেকে কবি সুভাষ
১৩:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
১৩:০০ মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর
১৩:০০ গীতাঞ্জলি থেকে দমদম
১৩:০০ শ্যামবাজার থেকে কবি সুভাষ
শেষ পরিষেবা
ভোর ০৩:৪৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
ভোর ০৩:৪৮ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
ভোর ০৪:০০ দমদম থেকে কবি সুভাষ
ভোর ০৪:০০ কবি সুভাষ থেকে দমদম
দশমী
যাত্রীদের সুবিধার্থে দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো ১৩২টি পরিষেবা (৬৬টি আপ এবং ৬৬টি ডাউন) দেবে। মেট্রো চলবে বেলা ১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্রথম পরিষেবা
১৩:০০ দমদম থেকে দক্ষিণেশ্বর
১৩:০০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
১৩:০০ দমদম থেকে কবি সুভাষ
১৩:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
শেষ পরিষেবা
২১:৪৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
২১:৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
২২:০০ দমদম থেকে কবি সুভাষ
২২:০০ কবি সুভাষ থেকে দমদম
একাদশী থেকে ত্রয়োদশী
যাত্রীদের সুবিধার্থে একাদশী (২৫/১০/২৩) থেকে ত্রয়োদশী (২৭/১০/২৩) মেট্রো ২৩৪ টি পরিষেবা (১১৭টি আপ এবং ১১৭টি ডাউন )দেবে।মেট্রো চলবে সকাল ৬:৫০ থেকে রাত ১০:৩৫ অবধি । ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্রথম পরিষেবা
৬:৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
৬:৫০ দমদম থেকে কবি সুভাষ
৬:৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর
৭:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
শেষ পরিষেবা
২১:২৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ
২১:৩০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর
২১:৪০ দমদম থেকে কবি সুভাষ
২১:৪০ কবি সুভাষ থেকে দমদম
স্বাভাবিক মেট্রো পরিষেবা আগামী ২৯/১০/২০২৩ থেকে শুরু হবে।
——————————–
ইস্ট -ওয়েস্ট মেট্রোয় (গ্রিন লাইন) সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন ৭২টি পরিষেবা
দশমীর দিন ৪৮ টি পরিষেবা
অন্যান্য বছরের মতো এ বছরেও মেট্রো রেলওয়ে দুর্গাপুজোর দিনগুলোতে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলের বিখ্যাত পুজোগুলো দেখার জন্য ইস্ট – ওয়েস্ট মেট্রোয় মাঝরাত পর্যন্ত মেট্রো চালাবে। ইস্ট – ওয়েস্ট মেট্রোর দুর্গাপুজোর সময়সূচী এই রকম :
সপ্তমী , অষ্টমী ও নবমী
যাত্রীদের সুবিধার্থে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩) মেট্রো ৭২ টি পরিষেবা (৩৬ টি ইস্ট-বাউন্ড এবং ৩৬ টি ওয়েস্ট-বাউন্ড ) দেবে। মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে মধ্যরাত পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্রথম পরিষেবা
১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
শেষ পরিষেবা
২৩:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
২৩:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
আরও পড়ুন: পুজোর আগে বিরাট ঘোষণা! উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং কবে? অবশেষে জানাল SSC
দশমী
যাত্রীদের সুবিধার্থে দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো ৪৮ টি পরিষেবা (২৪ টি ইস্ট-বাউন্ড এবং ২৪ টি ওয়েস্ট-বাউন্ড ) দেবে। মেট্রো চলবে বেলা ১১:৫৫ থেকে রাত ৮ টা পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।
প্রথম পরিষেবা
১১:৫৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
১২:০০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
শেষ পরিষেবা
১৯:৩৫ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ
১৯:৪০ সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ
ইস্ট -ওয়েস্ট মেট্রোয় স্বাভাবিক পরিষেবা আবার ২৫/১০/২০২৩ থেকে পাওয়া যাবে।
পার্পল লাইন
সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩), নবমী (২৩/১০/২৩) এবং দশমীর দিন (২৪/১০/২৩) জোকা থেকে তারাতলার মধ্যে পার্পল লাইনে কোনও মেট্রো পরিষেবা চালানো হবে না।