জানা গিয়েছে, রোজ মেট্রোতে প্রায় ৭ লক্ষ যাত্রী যাতায়াত করছেন। আর মহালয়াতে মেট্রোতে একেবারে বিপুল ভিড়। দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত ভিড়ের যে ছবি দেখা গিয়েছে তা দেখে মাথায় হাত অনেকেরই। মহালয়ায় বিকেল ৫টা পর্যন্ত নর্থ-সাউথ করিডরে দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো স্টেশনগুলিতে ৪ লক্ষ মানুষ যাতায়াত করেছেন। দমদমেই ছিলেন ৪০ হাজার মানুষ।
advertisement
আরও পড়ুন: পুজোয় এবার মদ কিনতে বিরাট সমস্যা হবে? লোকসানের আশঙ্কায় পুলিশের দ্বারস্থ আবগারি দফতর
তবে শুধু দমদম স্টেশনে নয়, এসপ্ল্যানেড, শোভাবাজার-সুতানুটি, রবীন্দ্র সদন-সহ একাধিক মেট্রো স্টেশনে একেবারে স্রোতের মতো লোকজন নামছেন-উঠছেন। এবং অনেকেই সেজেগুজে পুজো দেখতে মেট্রো ব্যবহার করছেন। অর্থাৎ মহালয়া থেকেই পুজো শুরু হয়ে গিয়েছে এ বছর। আর তার সঙ্গে সঙ্গেই মেট্রোয় শুরু হয়ে গিয়েছে পুজোর ভিড়।
আরও পড়ুন: বাজারে হয়তো তাকিয়েও দেখেন না লাউ শাক, উপকার জানলে এখনই কিনতে ছুটবেন!
গত মাস থেকেই প্রাক পুজো মেট্রো চলছে। মানে ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই বিশেষ পরিষেবা চলবে। আগামী শনি ও রবিবারও স্পেশাল মেট্রো চলছে। পুজোর কয়েকদিন রাতভর চলবে বিশেষ মেট্রো। পুজোয় ভিড় সামাল দিতে থাকছে বাড়তি ১৮০টি কাউন্টার ৷ মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার জন্য পুজোর দিন অর্থাৎ সপ্তমী, অষ্টমী এবং নবমীতে নর্থ-সাউথ করিডোরে সারা রাত মেট্রো পরিষেবা সচল থাকবে। পাশাপাশি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে মেট্রো পরিষেবা।
আবীর ঘোষাল