ব্লু লাইন
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ব্লু লাইনে( দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত) মেট্রোতে ১৮.৯৩ কোটি যাত্রী চেপেছিলেন ২০২৪-২৫ আর্থিক বছরে। ২০২৩-২৪ আর্থিক বছরে এই সংখ্য়াটি ছিল ১৭.৯৪ কোটি। অর্থাৎ ৫.৫১ শতাংশ বেশি।
গ্রিন লাইন ২
২০২৪-২৫ আর্থিক বছরে ১.৩৯ কোটি যাত্রী বহন করেছে। গত বছর মার্চ মাস থেকে এই রুটে গঙ্গার নীচে দিয়ে মেট্রো চলাচল শুরু হয়েছিল।
advertisement
গ্রিন লাইন ১
এই রুটে ২০২৪-২৫ আর্থিক বছরে ১.৪১ কোটি যাত্রী বহন করেছে। ২০২৩-২৪ আর্থিক বছরে এই রুটে ১.২২ কোটি যাত্রী বহন করা হয়েছিল। এবার ১৫.৫৭ শতাংশ বেশি হয়েছে।
পার্পল লাইন
এই লাইনে জোকা থেকে মাঝেরহাট রুটে ১.৭৬ লাখ যাত্রী চড়েছেন। ২০২৩-২৪ আর্থিক বছরে এই রুটে ১.৩৪ লাখ যাত্রী বহন করা হয়েছিল। এবার বেড়েছে ৩১.৩৪ শতাংশ।
আরও পড়ুন : আজ থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে, কয়েক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস!
অরেঞ্জ লাইন
অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় রুটে ৫. ৯২ লাখ যাত্রী চড়েছেন গত আর্থিক বছরে। মেট্রোর তরফে বলা হয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরে কলকাতা মেট্রো সব মিলিয়ে ২১.৮১ কোটি যাত্রী বহন করেছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি ২০২৩-২৪ আর্থিক বছরের তুলনায় এই সংখ্যাটা বেশি। গত আর্থিক বছরে মেট্রোতে সব মিলিয়ে ১৯.২৫ কোটি যাত্রী বহন করা হয়েছিল। অর্থাৎ এবার ১৩.৩০ শতাংশ যাত্রী বেশি চেপেছেন মেট্রোতে। প্রসঙ্গত বর্তমানে কলকাতা মেট্রো ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে চলাচল করে।