TRENDING:

Kolkata Metro Railways: হাওড়া থেকে সেক্টর ফাইভ এবার আরও মেট্রো! শনিবার বাড়ল পরিষেবা, পার্পল লাইন নিয়েও খুশির খবর

Last Updated:

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো যাত্রীদের সংখ্যা বাড়ছে৷ প্রায় প্রতিদিন নতুন নতুন যাত্রী যোগ হচ্ছে। এর পাশাপাশি গ্রিন লাইনে ছুটির দিনেও যাত্রী হচ্ছে যথাযথ। বিশেষ করে শনি ও রবিবার। তাই গ্রিন লাইনে শনিবার বাড়ানো হচ্ছে যাত্রী। আসুন এক নজরে দেখে নেওয়া যাক হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের গ্রিন লইনের শনিবারের সময়সূচি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর! ২২ নভেম্বর অর্থাৎ শনিবার থেকে ১৮৬টি পরিষেবার পরিবর্তে গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ফাইভ) ২০২টি পরিষেবা (১০১টি আপ এবং ১০১টি ডাউন) পরিচালিত হবে বলে জানিয়েছে মেট্রো রেল। অন্যদিকে, এতদিন পার্পল লাইনে মেট্রো চলত সোম থেকে শুক্রবার পর্যন্ত। চলতি সপ্তাহ থেকে শনিবারও ওই লাইনে মিলবে পরিষেবা। দিনের প্রথম মেট্রো জোকা থেকে ছাড়বে ১ টা বেজে ২৫ মিনিটে। মাঝেরহাট থেকে প্রথম মেট্রো ছাড়বে ১ টা বেজে ৪৯ মিনিটে। শেষ মেট্রো জোকা ছাড়বে ৮ টা বেজে ১১ মিনিটে। মাঝেরহাট থেকে শেষ মেট্রো পাবেন ৮ টা বেজে ৩২ মিনিটে। ২১ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো।
News18
News18
advertisement

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো যাত্রীদের সংখ্যা বাড়ছে৷ প্রায় প্রতিদিন নতুন নতুন যাত্রী যোগ হচ্ছে। এর পাশাপাশি গ্রিন লাইনে ছুটির দিনেও যাত্রী হচ্ছে যথাযথ। বিশেষ করে শনি ও রবিবার। তাই গ্রিন লাইনে শনিবার বাড়ানো হচ্ছে যাত্রী। আসুন এক নজরে দেখে নেওয়া যাক হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের গ্রিন লইনের শনিবারের সময়সূচি৷

advertisement

আরও পড়ুন : কার্তুজ, পিস্তল, এ কে রাইফেলের গুলি…কাশ্মীরের সংবাদপত্রের দফতরে তল্লাশি! উদ্ধার আগ্নেয়াস্ত্র

প্রথম পরিষেবা:

সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত ০৬.৩২ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ০৬.৩০ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)।

শেষ পরিষেবা:

সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত ২১.৪৭ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)।

advertisement

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ২১.৪৫ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)।

আরও পড়ুন: ফের আগুন জ্বলছে নেপালে! জারি কার্ফুGen Z-র সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ওলি-র সমর্থকদের

অন্যদিকে, পার্পল লাইন অর্থাৎ জোকা-মাঝেরহাট মেট্রো পরিষেবাও এবার থেকে পাওয়া যাবে শনিবার।

advertisement

২২.১১.২০২৫ থেকে, এই লাইনে শনিবার ২১ মিনিটের ব্যবধানে ৪০টি পরিষেবা (২০টি আপ এবং ২০টি ডিএন) পরিচালিত হবে।

শনিবার প্রথম পরিষেবা:

জোকা থেকে মাঝেরহাট দুপুর ২.২৫ মিনিটে।

মাঝেরহাট থেকে জোকা দুপুর ২.৪৯ মিনিটে।

শনিবার শেষ পরিষেবা:

জোকা থেকে মাঝেরহাট রাত ২.১১ মিনিটে।

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন কমলার দেশ...! সামসিং খাসমহলের চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল
আরও দেখুন

মাঝেরহাট থেকে জোকা রাত ২.৩২ মিনিটে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Railways: হাওড়া থেকে সেক্টর ফাইভ এবার আরও মেট্রো! শনিবার বাড়ল পরিষেবা, পার্পল লাইন নিয়েও খুশির খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল