হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে মেট্রো যাত্রীদের সংখ্যা বাড়ছে৷ প্রায় প্রতিদিন নতুন নতুন যাত্রী যোগ হচ্ছে। এর পাশাপাশি গ্রিন লাইনে ছুটির দিনেও যাত্রী হচ্ছে যথাযথ। বিশেষ করে শনি ও রবিবার। তাই গ্রিন লাইনে শনিবার বাড়ানো হচ্ছে যাত্রী। আসুন এক নজরে দেখে নেওয়া যাক হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের গ্রিন লইনের শনিবারের সময়সূচি৷
advertisement
প্রথম পরিষেবা:
সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত ০৬.৩২ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)।
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ০৬.৩০ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)।
শেষ পরিষেবা:
সল্টলেক সেক্টর V থেকে হাওড়া ময়দান পর্যন্ত ২১.৪৭ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)।
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত ২১.৪৫ ঘণ্টায় (কোনও পরিবর্তন নেই)।
আরও পড়ুন: ফের আগুন জ্বলছে নেপালে! জারি কার্ফু…Gen Z-র সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ওলি-র সমর্থকদের
অন্যদিকে, পার্পল লাইন অর্থাৎ জোকা-মাঝেরহাট মেট্রো পরিষেবাও এবার থেকে পাওয়া যাবে শনিবার।
২২.১১.২০২৫ থেকে, এই লাইনে শনিবার ২১ মিনিটের ব্যবধানে ৪০টি পরিষেবা (২০টি আপ এবং ২০টি ডিএন) পরিচালিত হবে।
শনিবার প্রথম পরিষেবা:
জোকা থেকে মাঝেরহাট দুপুর ২.২৫ মিনিটে।
মাঝেরহাট থেকে জোকা দুপুর ২.৪৯ মিনিটে।
শনিবার শেষ পরিষেবা:
জোকা থেকে মাঝেরহাট রাত ২.১১ মিনিটে।
মাঝেরহাট থেকে জোকা রাত ২.৩২ মিনিটে।
