TRENDING:

Metro Rail: শুক্রবার বনধের ডাক! মেট্রো চলবে তো? জানিয়ে দিল রেল কতৃপক্ষ, এখনই দেখে নিন

Last Updated:

Metro Rail: শুক্রবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। ২ ঘণ্টা কর্মবিরতির ডাক বিজেপির। আরজিকরের ঘটনার প্রতিবাদেই এই বনধ এবং কর্মবিরতির ডাক। ধর্মঘট নিয়ে ইতিমধ‍্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নবান্ন। এবার মেট্রো চলবে কিনা স্পষ্টবার্তায় জানিয়ে দিল রেল কতৃপক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শুক্রবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে এসইউসিআই। ২ ঘণ্টা কর্মবিরতির ডাক বিজেপির। আরজিকরের ঘটনার প্রতিবাদেই এই বনধ এবং কর্মবিরতির ডাক। ধর্মঘট নিয়ে ইতিমধ‍্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নবান্ন। এবার মেট্রো চলবে কিনা স্পষ্টবার্তায় জানিয়ে দিল রেল কতৃপক্ষ।
শুক্রবার বনধের ডাক! মেট্রো চলবে তো? জানিয়ে দিল রেল কতৃপক্ষ, এখনই দেখে নিন
শুক্রবার বনধের ডাক! মেট্রো চলবে তো? জানিয়ে দিল রেল কতৃপক্ষ, এখনই দেখে নিন
advertisement

মেট্রে রেল কতৃপক্ষের পক্ষ থেকে একটি বিশেষ বার্তায় জানান হয়েছে, আগামীকাল, শুক্রবার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে মেট্রো রেল পরিষেবা। ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইন। সব লাইনেই অন‍্যান‍্য দিনের মতো চলবে মেট্রো। ১২ ঘণ্টার বনধের প্রভাবে বিঘ্নিত হবে না সকাল ৬.০০ থেকে সন্ধ‍্যে ৬.০০ পর্যন্ত মেট্রো রেল পরিষেবা।

advertisement

আরও পড়ুন: চিকিত্‍সকের পর এবার নার্স! ফের ধর্ষণ করে নৃশংস খুন, আরজি করের ছায়া নৈনিতালে

মেট্রো পরিষেবার স্বাভাবিক রাখতে স্টেশনগুলিতে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হবে। যেকোনও জরুরি পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের সাহায্য করতে মেট্রো স্টেশনগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হবে। মেট্রো আধিকারিকরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন‍্য কেন্দ্রীয় মেট্রো রেল ভবন থেকে পরিস্থিতির দিকে কড়া নজর রাখবেন।

advertisement

আরও পড়ুন: হোটেলে থাকছেন? বিছানার নীচে জলের বোতল ফেলতে ভুলবেন না! ৯৯% শতাংশ লোকজনই জানেন না কারণ

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, বৃহস্পতিবার নবান্নের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘শুক্রবার ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটে কোনও প্রভাব পড়বে না।’’ রাজ্যের মুখ্যসচিবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘‘পরিবহণ পরিষেবা অন্য দিনগুলির মতোই শুক্রবারও স্বাভাবিক থাকবে। যান চলাচল যাতে কোনও ভাবেই ব্যাহত না নয়, স্টেট ট্রান্সপোর্ট অথরিটি সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। সমস্ত অপারেটরকে পরিবহণ বিভাগের নির্দেশ যথাযথ ভাবে মেনে চলতে হবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Metro Rail: শুক্রবার বনধের ডাক! মেট্রো চলবে তো? জানিয়ে দিল রেল কতৃপক্ষ, এখনই দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল