TRENDING:

Kolkata Metro Rail: সামনেই দোল আর হোলি! কেমন থাকবে শহরের মেট্রো পরিষেবা, দেখে নিন এক নজরে

Last Updated:

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে চলাচলকারী মেট্রোর এই শাখায় রোজ চলে ২৮৮ টি মেট্রো সার্ভিস। 07.03.23 তারিখে দোলযাত্রার দিন সেই জায়গায় এই শাখায় চলবে মাত্র 60টি মেট্রো সার্ভিস। দুপুর ২.৩০ টে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দোলযাত্রা বা হোলি, এই দুদিন ট্রেন চলাচলে কিছুটা প্রভাব পড়ে প্রত্যেক বছরই। পাশাপাশি, মেট্রো পরিষেবার উপর যাঁরা নির্ভর করেন, তাঁদেরও কিছুটা ভোগান্তি পোহাতে হয় ওই দিন অফিস টাইমে। গত বছরের তুলনায় এবছর শহর কলকাতায় মেট্রোর উপর শহরবাসীর নির্ভরতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। একদিকে শিয়ালদা স্টেশন যোগ হওয়ার পরে গুরুত্ব বেড়েছে গ্রিন লাইনের মেট্রো পরিষেবায় পাশাপাশি বেহালার দিকে এ বছরের নয়া সংযোজন হিসেবে রয়েছে পার্পেল লাইন। দেখে নেব, এবছর কেমন হতে চলেছে শহরের অন্যতম লাইফলাইন তিন লাইনের মেট্রো পরিষেবার সময়সূচি।
advertisement

ব্লু লাইন বা নর্থ সাউথ মেট্রো

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে চলাচলকারী মেট্রোর এই শাখায় রোজ চলে ২৮৮ টি মেট্রো সার্ভিস। 07.03.23 তারিখে দোলযাত্রার দিন সেই জায়গায় এই শাখায় চলবে মাত্র 60টি মেট্রো সার্ভিস। দুপুর ২.৩০ টে থেকে শুরু হবে মেট্রো পরিষেবা।

দুপুর ২.৩০ টেতে

দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো ছাড়বে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে।

advertisement

কবি সুভাষগামী একটি মেট্রো ছাড়বে দমদম থেকে

দক্ষিণেশ্বর গামী একটি মেট্রো ছাড়বে দমদম থেকে

কবি সুভাষগামী একটি মেট্রো ছাড়বে দক্ষিণেশ্বর থেকে।

শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে।

08.03.23 তারিখে হোলির দিন প্রথম এবং শেষ মেট্রো চলার সময় অপরিবর্তিত থাকলেও ২৮৮ টি সার্ভিসের পরিবর্তে 188 টি সার্ভিস সেদিন চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এর মধ্যে।

advertisement

আরও পড়ুন: অর্পিতা-হৈমন্তীর পরে এবার সোমা! নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও এক রহস্যময়ীর খোঁজ

গ্রীন লাইন বা ইস্ট ওয়েস্ট মেট্রো

07.03.23 তারিখে ১০৬ টি সার্ভিস এর পরিবর্তে সেদিন শিয়ালদা এবং সেক্টর ফাইভ এর মধ্যে চলবে 22 টি মেট্রো সার্ভিস। দুপুর তিনটে থেকে পরিষেবা শুরু হবে ইস্ট ওয়েস্ট মেট্রোয়। দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত 8 টায়।

advertisement

08.03.23 তারিখে হোলির দিন পরিষেবা শুরুর এবং শেষের সময় অপরিবর্তিত থাকলেও ১০৬ টি মেট্রো সার্ভিসের পরিবর্তে সেদিন চলবে ৯০ টি মেট্রো সার্ভিস।

পার্পল লাইন বা জোকা - তারাতলা মেট্রো

07.03.23 তারিখে পুরোপুরি পরিষেবা বন্ধ থাকবে এই লাইনে।

08.03.23 তারিখে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক থাকবে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail: সামনেই দোল আর হোলি! কেমন থাকবে শহরের মেট্রো পরিষেবা, দেখে নিন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল