TRENDING:

Kolkata Metro: ছুরি নিয়ে মেট্রো সফর ! সেন্ট্রাল স্টেশনে মহিলা পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি

Last Updated:

মেট্রোতে ছুরি নিয়ে উঠতে পারলেন না এক ব্যক্তি। ধরা পড়লেন স্ক্যানিং মেশিনের দক্ষতায়। সেন্ট্রাল মেট্রো স্টেশনে ৫ ও ৬ গেটের কাছে যে স্ক্যানিং মেশিন রয়েছে সেখানে ব্যাগ দিয়ে শেষমেশ ধরা পড়ে গেলেন এক ব্যক্তি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুদীপ্ত সেন, কলকাতা: মেট্রোতে ছুরি নিয়ে উঠতে পারলেন না এক ব্যক্তি। ধরা পড়লেন স্ক্যানিং মেশিনের দক্ষতায়। সেন্ট্রাল মেট্রো স্টেশনে ৫ ও ৬ গেটের কাছে যে স্ক্যানিং মেশিন রয়েছে সেখানে ব্যাগ দিয়ে শেষমেশ ধরা পড়ে গেলেন এক ব্যক্তি। মূলত বাড়ির কাজের জন্যই ছুরিটি কিনেছিলেন বলে পুলিশকে জানিয়েও মিলল না রেহাই।
ছুরি নিয়ে মেট্রো সফর ! সেন্ট্রাল স্টেশনে লেডি পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি
ছুরি নিয়ে মেট্রো সফর ! সেন্ট্রাল স্টেশনে লেডি পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি
advertisement

একজন লেডি কনস্টেবল জানিয়ে দিলেন কোনওভাবেই মেট্রোতে ছুরি নিয়ে যাত্রা করা যাবে না। সম্প্রতি ঘটে যাওয়া দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের ঘটনার কথা লেডি পুলিশ স্মরণ করিয়ে দিলেন ওই ব্যক্তিকে। প্রথমে অনুরোধে এবং পরে না শুনলে তখনই ছুরি বের করে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিলেন ওই ব্যক্তি।

আরও পড়ুন– কলকাতার সামরিক সম্মেলনে যুদ্ধকৌশলে বদলের ইঙ্গিত, সামনে ‘থিয়েটার কমান্ড’ কাঠামো

advertisement

দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায়  মূল অভিযুক্ত আলমবাজার এর বাসিন্দা রানা সিংকে গ্রেফতার হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ হাওড়া স্টেশন থেকে পালাচ্ছিল সে। তখনই ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলিধর শর্মা দক্ষিণেশ্বর মেট্রো ঘটনাস্থলে  ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিং আরপিএফের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তারপর মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

advertisement

সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দুই ছাত্রের মধ্যে ছুরি নিয়ে মারামারি৷ যার জেরে মৃত্যু হয় এক ছাত্রের ৷ মৃত ছাত্রের নাম মনোজিৎ যাদব (১৭)৷ সে বাগবাজার হাইস্কুলের ছাত্র ৷ ঘটনাস্থল থেকে তিন ছাত্রকে আটক করেছিল আরপিএফ ৷

আরও পড়ুন– ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?

advertisement

ওই দিন দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের বাইরে স্কুল পড়ুয়া দুই ছাত্রের মধ্যে বচসা বাঁধে ৷ এর পরই এক ছাত্র ছুরি নিয়ে আর এক ছাত্রকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে৷ রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ মৃত ছাত্র বরাহনগরের এস পি ব্যানার্জী রোডের  বাসিন্দা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। এই ঘটনার পর সজাগ আরপিএফ। এদিন সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক ব্যক্তিকে ব্যাগ করে ছুরি নিয়ে মেট্রো সফরে বাঁধা দিলেন এক লেডি পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: ছুরি নিয়ে মেট্রো সফর ! সেন্ট্রাল স্টেশনে মহিলা পুলিশের হাতে ধরা পড়লেন এক ব্যক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল