একজন লেডি কনস্টেবল জানিয়ে দিলেন কোনওভাবেই মেট্রোতে ছুরি নিয়ে যাত্রা করা যাবে না। সম্প্রতি ঘটে যাওয়া দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে খুনের ঘটনার কথা লেডি পুলিশ স্মরণ করিয়ে দিলেন ওই ব্যক্তিকে। প্রথমে অনুরোধে এবং পরে না শুনলে তখনই ছুরি বের করে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিলেন ওই ব্যক্তি।
আরও পড়ুন– কলকাতার সামরিক সম্মেলনে যুদ্ধকৌশলে বদলের ইঙ্গিত, সামনে ‘থিয়েটার কমান্ড’ কাঠামো
advertisement
দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় মূল অভিযুক্ত আলমবাজার এর বাসিন্দা রানা সিংকে গ্রেফতার হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ হাওড়া স্টেশন থেকে পালাচ্ছিল সে। তখনই ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলিধর শর্মা দক্ষিণেশ্বর মেট্রো ঘটনাস্থলে ব্যারাকপুর কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিং আরপিএফের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তারপর মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দুই ছাত্রের মধ্যে ছুরি নিয়ে মারামারি৷ যার জেরে মৃত্যু হয় এক ছাত্রের ৷ মৃত ছাত্রের নাম মনোজিৎ যাদব (১৭)৷ সে বাগবাজার হাইস্কুলের ছাত্র ৷ ঘটনাস্থল থেকে তিন ছাত্রকে আটক করেছিল আরপিএফ ৷
ওই দিন দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের বাইরে স্কুল পড়ুয়া দুই ছাত্রের মধ্যে বচসা বাঁধে ৷ এর পরই এক ছাত্র ছুরি নিয়ে আর এক ছাত্রকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে৷ রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রকে উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ মৃত ছাত্র বরাহনগরের এস পি ব্যানার্জী রোডের বাসিন্দা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। এই ঘটনার পর সজাগ আরপিএফ। এদিন সেন্ট্রাল মেট্রো স্টেশনে এক ব্যক্তিকে ব্যাগ করে ছুরি নিয়ে মেট্রো সফরে বাঁধা দিলেন এক লেডি পুলিশ ৷