উত্তর-দক্ষিণ অর্থাৎ নোয়াপাড়া-কবি সুভাষ রুটের সঙ্গে সঙ্গে শিয়ালদহ-সেক্টর ফাইভ অর্থাৎ ইস্ট-ওয়েস্ট রুটেও ব্যবহার করা যাবে এই কার্ড। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ২ লাখ ৩০ হাজার বিশেষ স্মার্ট কার্ড তৈরি করেছে মেট্রো। যা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে স্বাধীনতা দিবসের দিন।স্বাধীনতার অমৃত মহোৎসবে শামিল কলকাতা মেট্রোও ।
আরও পড়ুন- চল্লিশ পেরিয়ে ভাল থাকার রহস্য? কী সাংঘাতিক, বিবাহবিচ্ছেদ কেন উঠে আসছে কারণ হিসেবে
advertisement
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে স্মার্ট কার্ডের বিশেষ সংস্করণ প্রকাশ করেছেন অরুণ অরোরা। কলকাতার বিভিন্ন বিখ্যাত স্থানের ছবির বদলে এই স্মার্ট কার্ডে রয়েছে 'আজাদির অমৃত মহোৎসবের লোগো'। কী থাকছে এই স্মার্ট কার্ডে? এই কার্ডে কোনও বিজ্ঞাপন থাকছে না। মাঝে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর লোগো। ৭৫তম স্বাধীনতা দিবসের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির জেরে যাত্রী-ভাড়া থেকে আয় কমেছে। কিন্তু তার পরেও বিজ্ঞাপন খাতে আয় বাড়িয়ে রেলের ১৭টি জ়োনের মধ্যে নজির তৈরি করেছে মেট্রো।
আরও পড়ুন- রাশিফল ১৬ অগাস্ট; দেখে নিন কেমন যাবে আজকের দিন
দেশের যে তিনটি জ়োন ভাড়া বহির্ভূত খাতে আয় বাড়িয়ে নজির তৈরি করেছে, তাদের মধ্যে কলকাতা মেট্রো অন্যতম। সূত্রের খবর, দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ের লোকাল ট্রেন, দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন এবং অজস্র স্টেশন মিলিয়ে যাত্রী-ভাড়া বহির্ভূত খাতে যে আয় হচ্ছে, কলকাতা মেট্রো হাতে গোনা স্টেশন নিয়ে তার সঙ্গে পাল্লা দিচ্ছে। উত্তর-দক্ষিণ মেট্রোর ২৬টি স্টেশন ও ইস্ট-ওয়েস্ট মেট্রোর সাতটি স্টেশন থেকে আয়ের নানা রাস্তা খুলেছে মেট্রো। ভবিষ্যতে আরও একাধিক ক্ষেত্র থেকে আয় বাড়ানোর চেষ্টা চলছে। মেট্রো রেলের আধিকারিক কৌশিক মিত্র এই স্মার্ট কার্ড ডিজাইন করেছেন।