TRENDING:

Kolkata Metro Rail: অপেক্ষা আর সামান্যই, ২০২৩-এর শুরুতেই গঙ্গার তলায় ছুটবে মেট্রো রেল

Last Updated:

India's first underwater metro tunnel: মাটির তলা কিংবা ওপর দিয়ে রেল ছুটবে- এ আবার এমনকী। কিন্তু শেষ পর্যন্ত কি না গঙ্গা নদীর তলা দিয়ে দ্রুত গতিতে ছুটবে মেট্রো রেল? সেই আশ্চর্যও এবার সম্ভব হতে চলেছে কলকাতাতেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: একেবারে ব্রিটিশ শাসন থেকে আজ পর্যন্ত কলকাতা আছে কলকাতাতেই। আবারও তা প্রমাণ হল। দেশের প্রথম মেট্রো রেল ব্যবস্থা চালু হয়েছিল কলকাতায়। তা এখন অতীত। কিন্তু অতীতের সেই স্মৃতিকে ফের একবার উসকে দিল মহানগরী। কারণটা অবশ্য স্পষ্ট। মাটির তলা কিংবা ওপর দিয়ে রেল ছুটবে- এ আবার এমনকী। কিন্তু শেষ পর্যন্ত কি না গঙ্গা নদীর তলা দিয়ে দ্রুত গতিতে ছুটবে মেট্রো রেল? সেই আশ্চর্যও এবার সম্ভব হতে চলেছে কলকাতাতেই (India's first underwater metro tunnel)।
অপেক্ষা আর সামান্যই, ২০২৩-এর শুরুতেই গঙ্গার তলায় ছুটবে মেট্রো রেল
অপেক্ষা আর সামান্যই, ২০২৩-এর শুরুতেই গঙ্গার তলায় ছুটবে মেট্রো রেল
advertisement

আরও পড়ুন-গায়ের ওপর আচমকা টিকটিকির লাফ! শরীরের কোন অংশে টিকটিকি পড়লে কী হয়?

প্রথম মেট্রো রেলের মতো প্রথম আন্ডারওয়াটার মেট্রো রেলের নিরিখেও দেশে প্রথমের তকমা পাচ্ছে এই শহর। সব কিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুতেই কলকাতা থেকে গঙ্গা অথবা হুগলি নদীর তলা দিয়ে মেট্রো রেলে চেপে পৌঁছানো যাবে হাওড়ায়। এ বিষয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে দেশে এই প্রথম মেট্রো রেল ছুটবে গঙ্গা নদীর তলা দিয়ে।

advertisement

আরও পড়ুন-তিন ধরনের মানুষের ওজন কমাতে সমস্যা হয়! আপনিও কি এঁদের মধ্যেই পড়েন?

মাত্র কয়েকদিন আগেই এ বিষয়ে ঘোষণা করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগেই। প্রকল্পটি শেষ করতে কাজ চলছে জোর কদমে। সেই লক্ষ্যে আগামী বছরের শুরুতেই এই রুট চালু হবে পুরোমাত্রায়। এই বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতের প্রথম আন্ডারওয়াটার টানেল করিডোরটি হুগলি নদীর নদীর তলদেশের ৩৩ মিটার নিচে নির্মিত হয়েছে। ২০২৩ সালের মধ্যে কলকাতা থেকে হাওড়া পর্যন্ত মেট্রো সংযোগ প্রদান করা হবে। এই রেলপথটি ১৬.৬ কিলোমিটার দীর্ঘ, পূর্ব-পশ্চিম প্রসারণের মধ্যে ৫২০ মিটার হবে হুগলি নদীর নদীর তলায়।

advertisement

আরও পড়ুন-স্বমেহন না কি সঙ্গীর সহবাস, নারীর শরীর-মন সুস্থ থাকবে কী করে?

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের পাওয়ার লিফটিং খেলায় বাংলার গুরুত্বপূর্ণ অবদান! সাফল্যের পথ দেখাচ্ছে অভাবী পরিবার
আরও দেখুন

বেশ কয়েক বছর আগে থেকেই কলকাতা পূর্ব-পশ্চিম মেট্রো লাইনের এই সম্পূর্ণ প্রকল্পটি নির্মিত হচ্ছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (KMRCL) তত্ত্বাবধানে। যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা সম্পর্কে প্রকল্পের দেখভালের দায়িত্বে থাকা কেএমআরসিএল-এর সাইট সুপার ভাইজার মিঠুন ঘোষ যে কোনও রকম জরুরি পরিস্থিতিতে যাত্রীদের সরিয়ে নেওয়ার জন্য ওই টানেলে ওয়াকওয়ের ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তাই রেলের প্রধান উদ্দেশ্য, পাশাপাশি এই প্রকল্পের সুবিধা আগামী বছর থেকেই মিলবে বলে জানিয়েছেন তিনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail: অপেক্ষা আর সামান্যই, ২০২৩-এর শুরুতেই গঙ্গার তলায় ছুটবে মেট্রো রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল