TRENDING:

Kolkata Metro Rail: স্টিলের বদলে অ্যালুমিনিয়াম, রাতারাতি বদলে গেল গিরিশ পার্কের মেট্রো লাইন

Last Updated:

স্টিলের বদলে এবার অ্যালুমিনিয়ামের লাইন আসছে বাকি জায়গাতেও ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: পাতালপথের তৃতীয় লাইন বদলে এবার মেট্রোর গতি বাড়াতে চাইছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। আর তা বাড়লেই কমবে দুই মেট্রো চলাচলের সময়ের ব‌্যবধান। প্রয়োজনে আড়াই মিনিটের ব‌্যবধানে চলতে পারবে উত্তর-দক্ষিণ রুটের মেট্রো।
রাতারাতি বদলে গেল গিরিশ পার্কের মেট্রো লাইন
রাতারাতি বদলে গেল গিরিশ পার্কের মেট্রো লাইন
advertisement

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দমদম থেকে মহানায়ক উত্তর কুমার  স্টেশন পর্যন্ত অংশে মেট্রোর তৃতীয় লাইন বদল করা হবে। মেট্রো চালুর সময় থেকে এই তৃতীয় লাইনটি ছিল স্টিলের। এবার তা বদলে অ‌্যালুমিনিয়ামের করা হবে। তবে লাইনের উপরের অংশটা থাকবে স্টেনলেস স্টিলের। ওই অংশটা থার্ড রেল কারেন্ট কালেক্টরের (TRCC) সংস্পর্শে আসে। বছর দু’য়েকের মধ্যে নয়া তৃতীয় লাইন বসানোর কাজ হয়ে যাবে। বিদ্যুতের খরচ অনেকটাই কমবে। বছরে সাশ্রয় হবে প্রায় এক কোটি টাকা। কমবে পাতালপথে ভোল্টেজ ড্রপ হওয়ার ব‌্যাধি। ইচ্ছামতো মেট্রোর গতি বাড়ানো যাবে।

advertisement

আরও পড়ুন– রাশিফল ৯ সেপ্টেম্বর – ১৫ সেপ্টেম্বর: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

ইস্ট-ওয়েস্ট, জোকা-ধর্মতলা-সহ নতুন সবক’টি মেট্রোতেই নয়া প্রযুক্তির এই থার্ড লাইন পাতা হয়েছে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সিঙ্গাপুর, লন্ডন, বার্লিন, মস্কো-সহ একাধিক দেশে মেট্রোয় অ‌্যালুমিনিয়ামের থার্ড লাইন রয়েছে। বছর তিনেকের মধ্যে ১৫০ সেকেন্ড অথবা প্রয়োজনে আড়াই মিনিটের ব‌্যবধানেও মেট্রো চালানো যাবে। ফলে যাত্রীদের অনেক সুবিধা হবে।

advertisement

আরও পড়ুন– হেলায় হারালেন ৯ কোটি টাকা! অ্যাম্বার নাগেটকে ডোরস্টপ হিসাবে ব্যবহার করতেন রোমানিয়ার বৃদ্ধা

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বর্তমানে অফিস টাইমে পাঁচ মিনিটের ব‌্যবধানে চলে মেট্রো। সেই সময়ই কমিয়ে প্রায় অর্ধেক করা হতে পারে। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, যেহেতু নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর নতুন লাইন পাতা হয়েছে এবং উত্তম কুমার থেকে কবি সুভাষ লাইনও তুলনামূলক নতুন। সে কারণেই এই দুই অংশে এখনই তৃতীয় লাইন বদল করা হবে না। ইতিমধ্যেই এই কাজ শুরু করার জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে ৷ নয়া লাইনের কাজ শুরুর আগে পুজো সেরে নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ ৷ ধাপে ধাপে এবার লাইন বদলের কাজ চলবে ৷ মেট্রো সূত্রে খবর, বেশিরভাগ কাজ হবে রাতের বেলা। আগামী দিনে আরও গতি ও স্বল্প ব্যবধানে বেশি মেট্রো চালাতে এটাই ভরসা এখন কলকাতা মেট্রোর ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail: স্টিলের বদলে অ্যালুমিনিয়াম, রাতারাতি বদলে গেল গিরিশ পার্কের মেট্রো লাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল