১৯৮৪-তে কলকাতায় চালু হয় মেট্রো পরিষেবা। সেই সময় ছিল প্রিন্টেড টিকিট। এরপর ৯৬ সাল থেকে ম্যাগনেটিক স্ট্রিপ দেওয়া টিকিট চালু হয়। ২০১১-সাল মেট্রোয় শুরু হয় টোকেন ও স্মার্ট কার্ড পরিষেবা। কোভিড কালে টোকেন পরিষেবা বন্ধ হয়৷ ফিরে আসে ম্যাগনেটিক স্ট্রিপের টিকিট। যদিও এখন স্মার্ট কার্ড আর টোকেনেই চড়ছেন যাত্রীরা।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে,কিউ আর কোড পরিষেবার পাশাপাশি, টোকেন ও স্মার্ট কার্ড পরিষেবাও চালু থাকবে আগামিদিনে।
advertisement
আরও পড়ুন: রবিবার শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল! বেরিয়ে মুশকিলে পড়ার আগে অবশ্যই জেনে নিন
তবে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত বিভিন্ন স্টেশনের গেটে প্রযুক্তিগত পরিবর্তনের কাজ শেষ হলেই ব্লু লাইনেও কিউ আর কোড টিকিট পরিষেবা চালু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো লক্ষ্যমাত্রা নিয়েছে বাংলা নববর্ষ থেকেই চালু হয়ে যাবে ব্লু লাইনে ঘরে বসে টিকিট কাটার সুযোগ। এক যাত্রীর হয়ে, অন্য যাত্রী টিকিট কেটে দিতে পারেন। টিকিটে ওয়ান টাইম জার্নি করা যাবে।
আরও পড়ুন: নীলাদ্রি নেহাত ছোট কেউ নয়, এবার বেরোবে বিরাট সত্য? নিয়োগ দুর্নীতিতে বড় পর্দাফাঁস
এর সময়সীমা অবশ্য থাকবে ২৪ ঘন্টা।অনেকেই বলছেন একদিকে যেমন আধুনিক হচ্ছে মেট্রো। তেমনই গোটা কলকাতায় মেট্রো নেটওয়ার্ক যেভাবে ছড়িয়েছে তাতে টিকিট কাউন্টারে বহু সংখ্যক কর্মী পাওয়া মুশকিল। তাই অনলাইন টিকিটেই ঝোঁক বাড়ছে।মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, অনেক মানুষের এতে সুবিধা হবে৷ হাতে সময় বাঁচবে। লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না দীর্ঘ সময় ধরে৷