Sealdah: রবিবার শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল! বেরিয়ে মুশকিলে পড়ার আগে অবশ্যই জেনে নিন

Last Updated:
Sealdah: দীর্ঘদিন ধরে মেন লাইনের ট্রেনের সমস্যার জন্য তিতিবিরক্ত নিত্যযাত্রীরা। তার ওপর আবার রবিবার ট্রেন বাতিল।
1/5
ইছাপুর স্টেশনের কাছে রেল ব্রিজ মেরামতির কাজের জেরে শিয়ালদহ মেইন শাখায় কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার রাত থেকে কাজ শুরু হয়েছে, আজ রবিবার রাত ন টা পর্যন্ত এই মেরামতির কাজ চলবে।
ইছাপুর স্টেশনের কাছে রেল ব্রিজ মেরামতির কাজের জেরে শিয়ালদহ মেইন শাখায় কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার রাত থেকে কাজ শুরু হয়েছে, আজ রবিবার রাত ন টা পর্যন্ত এই মেরামতির কাজ চলবে।
advertisement
2/5
কোন কোন ট্রেন বাতিল থাকবে এদিন? রেল সূত্রে খবর, ৫ জোড়া শিয়ালদহ নৈহাটি লোকাল, ৩ জোড়া শিয়ালদহ রানাঘাট লোকাল, ৪ জোড়া শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল, ২ জোড়া শিয়ালদহ ব্যারাকপুর লোকাল, ১ জোড়া শিয়ালদহ শান্তিপুর ও শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল, শিয়ালদহ গেদে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল থাকবে এদিন? রেল সূত্রে খবর, ৫ জোড়া শিয়ালদহ নৈহাটি লোকাল, ৩ জোড়া শিয়ালদহ রানাঘাট লোকাল, ৪ জোড়া শিয়ালদহ কল্যাণী সীমান্ত লোকাল, ২ জোড়া শিয়ালদহ ব্যারাকপুর লোকাল, ১ জোড়া শিয়ালদহ শান্তিপুর ও শিয়ালদহ কৃষ্ণনগর লোকাল, শিয়ালদহ গেদে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
advertisement
3/5
দীর্ঘদিন ধরে মেন লাইনের ট্রেনের সমস্যার জন্য তিতিবিরক্ত নিত্যযাত্রীরা। তার ওপর আবার রবিবার ট্রেন বাতিল। একদিকে রবিবার এমনিতেই ছুটির দিন থাকায় অনেক ট্রেন সাধারণত বাতিল থাকে,তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার মতো ওইদিন আরও ট্রেন বাতিল করায় খুবই সমস্যার মধ্যে পড়তে চলেছে রেলযাত্রীরা।
দীর্ঘদিন ধরে মেন লাইনের ট্রেনের সমস্যার জন্য তিতিবিরক্ত নিত্যযাত্রীরা। তার ওপর আবার রবিবার ট্রেন বাতিল। একদিকে রবিবার এমনিতেই ছুটির দিন থাকায় অনেক ট্রেন সাধারণত বাতিল থাকে,তার ওপর গোদের ওপর বিষফোঁড়ার মতো ওইদিন আরও ট্রেন বাতিল করায় খুবই সমস্যার মধ্যে পড়তে চলেছে রেলযাত্রীরা।
advertisement
4/5
রবিবার একধাক্কায় মেন লাইনের ১৮ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার শিয়ালদহ এবং নৈহাটির মধ্যে ৫ জোড়া ট্রেন বাতিল থাকবে।  শিয়ালদহ এবং কল্যাণী সীমান্ত স্টেশনের মধ্যে ৪ জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে ৩ জোড়া ট্রেন বাতিল থাকবে।  ২ জোড়া ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ এবং ব্যারাকপুরের মধ্যে। এক জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেদে এবং দমদম-ব্যারাকপুরের মধ্যে।
রবিবার একধাক্কায় মেন লাইনের ১৮ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার শিয়ালদহ এবং নৈহাটির মধ্যে ৫ জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ এবং কল্যাণী সীমান্ত স্টেশনের মধ্যে ৪ জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে ৩ জোড়া ট্রেন বাতিল থাকবে। ২ জোড়া ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ এবং ব্যারাকপুরের মধ্যে। এক জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেদে এবং দমদম-ব্যারাকপুরের মধ্যে।
advertisement
5/5
এই দুর্ভোগের শেষ কোথায়,সেই নিয়েই জল্পনায় নিত্যযাত্রীরা। কবে শিয়ালদহ মেন লাইনের ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে,সেই দিকেই তাকিয়ে আছে রেলযাত্রীরা।
এই দুর্ভোগের শেষ কোথায়,সেই নিয়েই জল্পনায় নিত্যযাত্রীরা। কবে শিয়ালদহ মেন লাইনের ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে,সেই দিকেই তাকিয়ে আছে রেলযাত্রীরা।
advertisement
advertisement
advertisement