রবিবার একধাক্কায় মেন লাইনের ১৮ জোড়া ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার শিয়ালদহ এবং নৈহাটির মধ্যে ৫ জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ এবং কল্যাণী সীমান্ত স্টেশনের মধ্যে ৪ জোড়া ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ এবং রানাঘাটের মধ্যে ৩ জোড়া ট্রেন বাতিল থাকবে। ২ জোড়া ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ এবং ব্যারাকপুরের মধ্যে। এক জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-কৃষ্ণনগর, শিয়ালদহ-গেদে এবং দমদম-ব্যারাকপুরের মধ্যে।