অন্যান্য মেট্রো রুটে ব্যবহার: ভারতে, দিল্লি, কানপুর, আগ্রা, চেন্নাই, মুম্বই, কলকাতা, আহমেদাবাদ এবং আরও অনেক জায়গায় মেট্রো নেটওয়ার্কের সম্প্রসারণ বা নির্মাণ সহ জলবিদ্যুৎ, রেলপথ, রাস্তা, জল, পয়ঃনিষ্কাশন প্রকল্পের মতো নাগরিক অবকাঠামো প্রকল্পের জন্য Herrenknecht-এর মেশিন এবং সরঞ্জাম ব্যবহার করা হয়।
আরও পড়ুনHouse Lost: এক রাতের মধ্যেই সাধের বাড়ির এই হাল! দেখেই মাথায় হাত বারুই দম্পতির
advertisement
খিদিরপুর থেকে এসপ্ল্যানেডের মধ্যে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেছিল কয়েক মাস আগে একটি টানেল বোরিং মেশিন। এবার দ্বিতীয় টানেল বোরিং মেশিন দিব্যাও কাজ শুরু করে দিল। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের খিদিরপুর থেকে পার্কস্ট্রিট পর্যন্ত টানেল তৈরির কাজের জন্য দুটি টানেল বোরিং মেশিন ব্যবহার করা হচ্ছে। পার্পেল লাইন মেট্রোয় ভূগর্ভস্থ অংশে পথ তৈরি করতেই এই বিশালাকায় টানেল বোরিং মেশিন আনা হয়েছে কলকাতায়।
টানেল বোরিং মেশিন, দিব্যা
জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের খিদিরপুর থেকে পার্কস্ট্রিট পর্যন্ত টানেল তৈরির কাজের জন্য টানেল বোরিং মেশিনটি ব্যবহার করা হচ্ছে যা খিদিরপুর শ্যাফট থেকে নামানো হয়েছে। প্রথমে খিদিরপুরের সেন্ট থমাস স্কুল চত্বর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭ কিমি পথ তৈরি করবে এই টানেল বোরিং মেশিন। এরপর ভিক্টোরিয়া থেকে পার্কস্ট্রিট অংশের ৯০০ মিটার তৈরি করবে এই মেশিনটি। সেখান থেকে এই লাইনটি এসপ্ল্যানেডের সঙ্গে যুক্ত হবে। সেখান থেকে ইডেন গার্ডেন্স অবধি এই টানেল বোরিং মেশিন ব্যবহার হবে কিনা তা এখনও নির্দিষ্ট করে উঠতে পারেনি RVNL।
আরও দেখুনNorth Bengal Weather Video: দুর্যোগ কাটিয়ে রোদ ঝলমলে উত্তরবঙ্গ, ভারী বৃষ্টির সম্ভাবনা আছে
পার্পেল লাইনে আপাতত জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরে (পার্পেল লাইন) মোট চারটি স্টেশন হবে ভূগর্ভস্থ। এই লাইনে এসপ্ল্যানেড স্টেশন তৈরির জন্য ময়দানের বিধানচন্দ্র রায় মার্কেট সরিয়ে নিয়ে যাওয়া হবে। ইডেন গার্ডেন্স স্টেশন তৈরি হলে তা পঞ্চম ভূ-গর্ভস্থ স্টেশন হবে।