এই মেট্রো স্টেশনের গা ঘেঁষেই রয়েছে দমদম ক্যান্টনমেন্ট রেল স্টেশন। ফলে প্রতিদিন হাসনাবাদ, বনগাঁ (মধ্যবর্তী হাবরা, টাকি এবং বারাসত হয়ে) প্রচুর লোকাল ট্রেন এই স্টেশনে আসে। এখন মেট্রো রেল ধরার জন্য বেশিরভাগ যাত্রীকেই দমদম জং স্টেশনে নামতে হয়। কিন্তু দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে মেট্রো রেল পরিষেবা শুরু হলে, তখন যাত্রীদের বিরাট সুবিধা হবে। নতুন করে আর দমদম জং স্টেশনে যেতে হবে না। চাপ কমবে দমদম জং স্টেশনেরও।
advertisement
দমদম ক্যান্টনমেন্ট থেকে মেট্রো নোয়াপাড়া যাবে। সেখানে থেকে দক্ষিণেশ্বর এবং দমদম লাইন দুই দিকেই মেট্রোতে যাওয়া যাবে। এর পাশাপাশি বারাসত থেকে বিমানবন্দর মেট্রোর লাইনের কাজ দ্রুত গতিতে চলছে। নিউ ব্যারাকপুর পর্যন্ত কাজ শুরু হয়ে গিয়েছে।
বিমানবন্দর থেকে মেট্রো সরাসরি মিলিত হবে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। ফলে বিমানবন্দর থেকে আসা যাত্রীদের এক্ষেত্রে বিপুল লাভ হবে। কোনও যাত্রী যদি বিমানবন্দর থেকে দক্ষিণ কলকাতা যেতে চান, তাহলে তিনি মেট্রো ধরে সরাসরি দমদম ক্যান্টেনমেন্ট হয়ে নোয়াপাড়া, দমদম লাইনে মেট্রোতে দক্ষিণ কলকাতার গন্তব্য স্টেশনে পৌঁছে যেতে পারবেন।
বর্তমানে দমদম ক্যান্টনমেন্টের মেট্রো রেল স্টেশন এবং লাইনের কাজ দ্রুত গতিতে চলছে। সেখানে গেলেই দেখা যাবে, অধিকাংশ কাজ প্রায় শেষের দিকে।
আরও পড়ুন, কলকাতা মেট্রো রেলে চাকরির সুবর্ণ সুযোগ! দেরি না করে আজই আবেদন করুন
আরও পড়ুন, রুবি থেকে কবি সুভাষ, এ মাসেই ছুটবে যাত্রীবাহী মেট্রো? বড় খবর মিলল রেল সূত্রে
কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের আশা, ২০৩৫ সালের মধ্যে প্রতিদিন ৬৬ হাজার মানুষ যাতায়াত করবেন দমদম ক্যান্টনমেন্ট মেট্রো রেল স্টেশন দিয়ে। এই মেট্রো স্টেশনে থাকছে ৬টি চলন্ত সিঁড়ি, তিনটি লিফ্ট, সাতটি সিঁড়ি। তবে কবে থেকে এই মেট্রো স্টেশনের পরিষেবা শুরু হবে সেই সম্পর্কে এখনও জানানো হয়নি।