এই অংশের ৫ কিমি জুড়ে চলতি বছরে শুরু হতে পারে মেট্রো। যে যে স্টেশন রয়েছে এই অংশে, তা হল কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্রনাথ নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখার্জি। এই অংশে শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীরা ইএম বাইপাসের দিকে আসতে পারবেন। দক্ষিণ শাখার যাত্রীদের সুবিধা হবে রাসবিহারী অ্যাভিনিউ বা গড়িয়াহাট যেতে। ২০১৮ সালে এই অংশে মেট্রো চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। অবশেষে সেই মহড়া দৌড় শুরু হয়েছে দীর্ঘ ৪ বছর পর।সবকিছু ঠিকঠাক থাকলে এই লাইনে মেট্রোর যাত্রী নিয়ে দৌড় শুরু হতে চলেছে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই।
advertisement
নভেম্বর মাসেই ৬ কিলোমিটার পথে মেট্রো চলতে পারে, এমনটাই জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।
গড়িয়া থেকে এয়ারপোর্টগামী মেট্রো লাইনের মধ্যে রুবির কাছে অভিষিক্তা অঞ্চলে একটি জট দেখা গিয়েছিল। সেই জটের সমাধান হয়েছে। এরপরই ট্রায়াল রানের প্রস্তুতি শুরু হয়েছে।
আরও পড়ুন: চেতলা থেকে রাজ্যজুড়ে ২৩০ পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী, মহালয়াতেই শুরু ঠাকুর দেখা!
জানা গিয়েছে, একটি নন এসি রেকেই ট্রায়াল রান চালানো হবে গড়িয়া থেকে রুবি পর্যন্ত। নোয়াপাড়া কারশেড থেকে এই নন এসি রেক আনা হবে কবি সুভাষ স্টেশনে। গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মোট ৩২ কিলোমিটারের মধ্যে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত পড়ছে ৫ স্টেশন।
রুবি মোড়ের স্টেশনটির নাম দেওয়া হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের নামে। এক বছর আগেই এই পাঁচটি স্টেশন তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অভিষিক্তার কাছে ১৬০ মিটার ভায়াডাক্টের জটের ফলে সেই পরিকল্পনা ভেস্তে যায়। তবে সেই জট কেটেছে। ফলে গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো পথে প্রথম ফেজের ট্রায়াল রানে আর কোনও সমস্যা নেই বলে জানাচ্ছে মেট্রো।
আরও পড়ুন: পুজোর আগেই চমক! রুবি থেকে গড়িয়া গড়াল মেট্রোর চাকা, জানা গেল যাত্রী পরিষেবা কবে থেকে
তবে ট্রায়াল রান সম্পন্ন হলেও আপাতত এই ৫টি স্টেশনে 'ওয়ান ট্রেন ওনলি' পদ্ধতিতেই মেট্রো চলবে। অর্থাৎ, একবার একটিই রেক চালানো হবে। সেটি গন্তব্যস্থলে পৌঁছলে ফের অন্য রেক যাত্রা শুরু করবে। আপাতত সিগনালিং ব্যবস্থা ছাড়াই নিউ গড়িয়া-রুবি পর্যন্ত মেট্রো ছুটবে। এই পাঁচ কিলোমিটার পথে সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ। তবে কবি সুকান্ত এবং নিউ গড়িয়া স্টেশনের কাজ সামান্য বাকি রয়েছে। অভিষিক্তা মোড়ে উড়ালপুলের কাজ দীর্ঘদিন জমি জটে আটকে ছিল। তবে জমি জট কাটতেই সেই কাজ শেষ হয়েছে। তাই বছরের শেষেই চালিয়ে দেওয়া হবে মেট্রো।
