পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে ময়দান, পার্ক স্ট্রিট এবং এসপ্লানেড মেট্রো স্টেশনের সবকটি টিকিট কাউন্টার খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে বর্ষবরণের রাতের জন্য। অত্যধিক ভিড়ের ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের স্টেশনগুলির নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে ৷ বিশেষত এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন এবং দমদম মেট্রো স্টেশনেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
advertisement
এই স্টেশনগুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত আরপিএফ জওয়ান মোতায়েন করা হবে। প্রতিটি স্টেশনে যাত্রীদের সাহায্যার্থে মোতায়েন থাকবেন মেট্রো রেলের একাধিক কর্মী এবং আধিকারিক। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, মহিলা, শিশু এবং বয়স্ক যাত্রীদের জন্য পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে রাখা হবে মহিলা আরপিএফ কনস্টেবল।
পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি করে বিশেষ টিমও রাখা হবে। এই দলে থাকবেন একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই পদমর্যাদার আধিকারিক এবং মেট্রো রেলের ৪ আধিকারিক। এই চারজন আধিকারিকদের মধ্যে দু’জন মহিলা থাকবেন।
আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ, কেরিয়ার ধ্বংস, অকালে কোথায় হারিয়ে গেলেন ‘কলিযুগ’-এর নায়িকা? আলিয়ার কে হন জানেন কি!
প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সব থেকে বেশি ভিড় হয়েছিল। যাত্রী সংখ্যা ছিল ১ লক্ষ ১০ হাজার ৩৪৯ জন। এর পরের তালিকায় ছিল পার্ক স্ট্রিট ৷ স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ৭১ হাজার ৮১১৷ ময়দান স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ৫৫,৩৫২ জন। এ বছরও বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থাতে যাতে কোন ফাঁক না থাকে সেই বিষয়ে বাড়তি সাবধান মেট্রো কতৃপক্ষ।