TRENDING:

Kolkata Metro: বর্ষবরণেও আঁটোসাঁটো নিরাপত্তায় তিলোত্তমা, বাড়তি নজর কলকাতা মেট্রোয়, জেনে নিন বিস্তারিত

Last Updated:

Kolkata Metro: গত বছরের ৩১ ডিসেম্বর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সব থেকে বেশি ভিড় হয়েছিল। যাত্রী সংখ্যা ছিল ১ লক্ষ ১০ হাজার ৩৪৯ জন। এর পরের তালিকায় ছিল পার্ক স্ট্রিট ৷ স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ৭১ হাজার ৮১১৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বর্ষবরণের রাতে মাততে চলেছে তিলোত্তমা। তবে তার মধ্যেও নতুন বছরকে বরণ করার আগেই আঁটোসাঁটো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে শহর কলকাতাকে। বছরের শেষ সপ্তাহে পার্ক স্ট্রিট কিংবা সংলগ্ন এলাকাগুলির জন্য প্রচুর মানুষ মেট্রো রেলের ওপর নির্ভর করেন। বর্ষ শেষের রাতেও ভিড় উপচে পড়ে কলকাতা মেট্রোর বিভিন্ন স্টেশনে। তাই যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বিভিন্ন স্টেশনে নিরাপত্তা আরও আঁটোসাটো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা মেট্রোর তরফে।
বর্ষবরণে আঁটোসাঁটো নিরাপত্তায় তিলোত্তমা, বাড়তি নজর কলকাতা মেট্রোয়, বিশদ জানুন
বর্ষবরণে আঁটোসাঁটো নিরাপত্তায় তিলোত্তমা, বাড়তি নজর কলকাতা মেট্রোয়, বিশদ জানুন
advertisement

পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে ময়দান, পার্ক স্ট্রিট এবং এসপ্লানেড মেট্রো স্টেশনের সবকটি টিকিট কাউন্টার খোলা রাখার ব্যবস্থা করা হয়েছে বর্ষবরণের রাতের জন্য। অত্যধিক ভিড়ের ফলে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের স্টেশনগুলির নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে ৷ বিশেষত এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন এবং দমদম মেট্রো স্টেশনেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

advertisement

এই স্টেশনগুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত আরপিএফ জওয়ান মোতায়েন করা হবে। প্রতিটি স্টেশনে যাত্রীদের সাহায্যার্থে মোতায়েন থাকবেন মেট্রো রেলের একাধিক কর্মী এবং আধিকারিক। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, মহিলা, শিশু এবং বয়স্ক যাত্রীদের জন্য পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে রাখা হবে মহিলা আরপিএফ কনস্টেবল।

advertisement

পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে একটি করে বিশেষ টিমও রাখা হবে। এই দলে থাকবেন একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই পদমর্যাদার আধিকারিক এবং মেট্রো রেলের ৪ আধিকারিক। এই চারজন আধিকারিকদের মধ্যে দু’জন মহিলা থাকবেন।

আরও পড়ুন: বিবাহবিচ্ছেদ, কেরিয়ার ধ্বংস, অকালে কোথায় হারিয়ে গেলেন ‘কলিযুগ’-এর নায়িকা? আলিয়ার কে হন জানেন কি!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে সব থেকে বেশি ভিড় হয়েছিল। যাত্রী সংখ্যা ছিল ১ লক্ষ ১০ হাজার ৩৪৯ জন। এর পরের তালিকায় ছিল পার্ক স্ট্রিট ৷ স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ৭১ হাজার ৮১১৷ ময়দান স্টেশনে যাত্রী সংখ্যা ছিল ৫৫,৩৫২ জন। এ বছরও বড়দিনের ভিড়ের কথা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থাতে যাতে কোন ফাঁক না থাকে সেই বিষয়ে বাড়তি সাবধান মেট্রো কতৃপক্ষ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: বর্ষবরণেও আঁটোসাঁটো নিরাপত্তায় তিলোত্তমা, বাড়তি নজর কলকাতা মেট্রোয়, জেনে নিন বিস্তারিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল