কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে৷ এ প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘বৈঠকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত উপস্থিত থাকবেন। জনস্বার্থের কথা ভেবে সমস্যার সমাধানে এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’’ মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর।
advertisement
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে চিংড়িঘাটা মেট্রো সংক্রান্ত মামলা চলছে৷ বৃহস্পতিবারই আদালত নির্দেশ দিয়েছিল ই-এম বাইপাসের চিংড়িঘাটায় নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের, বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশে তিনটি স্তম্ভ নির্মাণের জট কাটাতে দ্রুত বৈঠক করতে হবে৷ শুক্রবার চিংড়াঘাটার জট কাটাতে বৈঠকের দিনক্ষণ বেঁধে দিল আদালত৷
