TRENDING:

Kolkata Metro: কলকাতার বউবাজারে লোহার সুড়ঙ্গ! কী এমন আছে ওই সুড়ঙ্গে? শুনে কিন্তু চমকে যাবেন

Last Updated:

Kolkata Metro: সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হলেও, বিপত্তি তৈরি হয় এক সুড়ঙ্গ থেকে পাশের সুড়ঙ্গতে যাওয়ার রাস্তা বানাতে গিয়ে যাকে বলা হয় ক্রস প্যাসেজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কংক্রিট সুড়ঙ্গের মধ্যে তৈরি হচ্ছে লোহার সুড়ঙ্গ। ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে বউবাজারে এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। একটি টানেলে ১০৮ মিটার জায়গা। অপর টানেলে ৯২ মিটার জায়গায় এই লোহার রিং দেওয়া হচ্ছে। বউবাজারে একাধিকবার ঘটে গিয়েছে দুর্ঘটনা। মাটির তলার জল বেরিয়ে এসে, মাটি বসে গিয়ে বহুবার বাড়িতে ধরেছে ফাটল। তাই এবার বাড়তি সুরক্ষায় এই বিশেষ উদ্যোগ কেএমআরসিএলের।
সুড়ঙ্গ রহস্য
সুড়ঙ্গ রহস্য
advertisement

২০১৯ সাল থেকে ২০২৪ গত পাঁচ বছরে একাধিক বার বউবাজার নিয়ে সমস্যায় পড়তে হয়েছে মেট্রোকে। বারবার কাজ করতে গিয়ে মাটির নীচে লুকানো জলস্তর থেকে জল বেরিয়ে আসায় সুড়ঙ্গ তৈরির কাজে সমস্যা তৈরি হয়। একের পর এক বাড়ি মাটির ওপরে ভেঙে পড়ে। সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হলেও, বিপত্তি তৈরি হয় এক সুড়ঙ্গ থেকে পাশের সুড়ঙ্গতে যাওয়ার রাস্তা বানাতে গিয়ে যাকে বলা হয় ক্রস প্যাসেজ। সেই কাজ করতে গিয়েও, পুনরায় জল বেরিয়ে আসে।

advertisement

আরও পড়ুন: সিবিআইয়ের হাতে সবচেয়ে বড় ‘অস্ত্র’! আরজি কর কাণ্ডে বিরাট মোড়, সব নজর সোমবারে! কী এমন ঘটতে চলেছে?

তবে সেই কাজ শেষ করা গেছে। আপাতত চলছে একটি এমারজেন্সি এভাকুয়েশন তৈরির জায়গা। যেহেতু শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের দূরত্ব দুই কিলোমিটারের বেশি তাই এর মাঝে স্টেশন করার জায়গা না পেয়ে আপৎকালীন পরিস্থিতিতে যাত্রী বের করে আনার জায়গা বানানো হচ্ছে।

advertisement

বউবাজার অংশে মেট্রোর কাজ করতে গিয়ে যেভাবে বারবার মাটির লুকানো জলস্তর বিপদে ফেলেছে ইঞ্জিনিয়ারদের, তা নিয়ে বেশ চিন্তায় থাকে নির্মাণকারী সংস্থা। তাই আরও বেশি করে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে নেমে, সুড়ঙ্গর নির্দিষ্ট জায়গায় লোহার চাদর দেওয়া হচ্ছে। আধ ইঞ্চি পুরু ধাতব ইস্পাতের এই চাদর বসানো হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

মেট্রো সূত্রে খবর, আগামী কয়েকদিনে সেই কাজ শেষ হয়ে যাবে।বউবাজার লাগোয়া নির্দিষ্ট অংশে শেষ পর্যায়ের কাজ।অতি সন্তর্পণে করছে রেল। নতুন করে আর বিপদ বা সমস্যা আসুক তারা চাইছে না। এই কাজ শেষ হলেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো পথে জুড়ে যাবে। হাওড়া ময়দান থেকে মেট্রো ছুটবে সেক্টর ফাইভ অবধি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: কলকাতার বউবাজারে লোহার সুড়ঙ্গ! কী এমন আছে ওই সুড়ঙ্গে? শুনে কিন্তু চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল