গত ৩০ ঘণ্টা খোলা আকাশের নীচে পড়েছিলেন যন্ত্রণায় কাতর ক্যান্সার আক্রান্ত বীরভূমের শুকদেব মাল। বুধবার থেকে তাঁকে ভর্তি নেয়নি হাসপাতাল। বিভিন্ন বিভাগে ঘুরে নাজেহাল হয়ে পড়েছিল পরিবারের সদস্যরা। অবশেষে হাসপাতালে বেড পেলেন শুকদেব।
পুত্রসন্তানের বদলে কন্যাসন্তান দেওয়া হচ্ছে, দিন কয়েক আগেই মেডিক্যাল কলেজের চিকিৎসকদের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। শিশু বদলের অভিযোগ করায় চিকিৎসকরা মারধর করেন বলেও অভিযোগ উঠছিল। বউবাজার থানায় অভিযোগ দায়ের হয়। সোমবার সকালে হাসপাতালে সন্তান প্রসব করেন ডানকুনির রীতা দেবনাথ। পরিবারের অভিযোগ, রীতার পুত্রসন্তান হয়েছে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। এমনকি সদ্যোজাতকে দেখেও আসেন পরিবারের সদস্যরা।তারপরই চিকিৎসকরা জানান, পুত্র নয়, কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রীতা। থানার পাশাপাশি সুপারের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছে রীতার পরিবার।
advertisement