রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতে ইতিমধ্যে বেশ ভালমতোই ঠাণ্ডা অনুভূত হচ্ছে ৷ এরাজ্যে আগামী দু’-একদিনের মধ্যেই তাপমাত্রার পারদ আরও নামবে ৷ ৪-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে খবর ৷ আজ, সোমবার অবশ্য কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশি থাকার পূর্বাভাস ৷ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি থাকবে ৷ দক্ষিণ বঙ্গে আগামী দু’দিন সকালে ঘন কুয়াশা থাকবে ৷ উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে ৷ যার জেরে বৃহস্পতিবার থেকে আন্দামানে ভারী বৃষ্টি হতে পারে ৷
advertisement
রবিবার আকাশ পরিষ্কার হলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রাও এদিন ঘোরাফেরা করেছে স্বাভাবিকের এক ডিগ্রি উপরে। এরই জেরে দিনভর কিছুটা গরম অনুভূত হয়েছে। যদিও গত কয়েকদিন বৃষ্টির জেরে ছবিটা অন্যরকম ছিল। তবে আবহাওয়ার পরিবর্তন খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে