TRENDING:

দোরগোড়ায় শীত, দু’একদিনের মধ্যেই আরও নামবে পারদ

Last Updated:

অপেক্ষার অবসান ৷ এরাজ্যে দোরগোড়ায় শীত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অপেক্ষার অবসান ৷ এরাজ্যে দোরগোড়ায় শীত ৷ আগামীকাল, মঙ্গলবার থেকেই তাপমাত্রার আরও পারদ নামতে শুরু করবে ৷ তবে কলকাতা ও দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়তে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে ৷ আবহাওয়াবিদদের অনুমান, ঠিকঠাক শীত পড়তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ হয়ে যাবে ৷
advertisement

রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতে ইতিমধ্যে বেশ ভালমতোই ঠাণ্ডা অনুভূত হচ্ছে ৷ এরাজ্যে আগামী দু’-একদিনের মধ্যেই তাপমাত্রার পারদ আরও নামবে ৷  ৪-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে খবর ৷ আজ, সোমবার অবশ্য কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেশি থাকার পূর্বাভাস ৷ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি থাকবে ৷ দক্ষিণ বঙ্গে আগামী দু’দিন সকালে ঘন কুয়াশা থাকবে ৷ উত্তর আন্দামান সাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে ৷ যার জেরে বৃহস্পতিবার থেকে আন্দামানে ভারী বৃষ্টি হতে পারে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

রবিবার আকাশ পরিষ্কার হলেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা তিন ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রাও এদিন ঘোরাফেরা করেছে স্বাভাবিকের এক ডিগ্রি উপরে। এরই জেরে দিনভর কিছুটা গরম অনুভূত হয়েছে। যদিও গত কয়েকদিন বৃষ্টির জেরে ছবিটা অন্যরকম ছিল। তবে আবহাওয়ার পরিবর্তন খুব তাড়াতাড়ি ঘটতে চলেছে

বাংলা খবর/ খবর/কলকাতা/
দোরগোড়ায় শীত, দু’একদিনের মধ্যেই আরও নামবে পারদ