TRENDING:

kolkata-Khulna express cancelled:ফের বাতিল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস! কী ভাবে ফেরত পাবেন টাকা?

Last Updated:

ফের বাতিল হল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। কলকাতা থেকে খুলনাগামী ১৩১২৯ বন্ধন এক্সপ্রেস এবং খুলনা থেকে কলকাতাগামী বন্ধন ১৩১৩০ এক্সপ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি কিছুটা থিতু। হাইকোর্টের রায় জনতার পক্ষেই। তবু পরিচালন ব্যবস্থা স্বাভাবিক হতে এখনও যে সময় লাগবে তা বোঝা যাচ্ছে রেল পরিষেবার দিকে তাকালেই। মৈত্রী এক্সপ্রেসের পর এবার বাতিল হল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস। কলকাতা থেকে খুলনাগামী ১৩১২৯ বন্ধন এক্সপ্রেস এবং খুলনা থেকে কলকাতাগামী বন্ধন ১৩১৩০ এক্সপ্রেস।
বাতিল খুলনা এক্সপ্রেস
বাতিল খুলনা এক্সপ্রেস
advertisement

বাংলাদেশ রেলওয়ে সূত্রে খবর, বাংলাদেশ রেলওয়ে থেকে প্রাপ্ত বার্তা অনুযায়ী, ১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস যে ট্রেনটির কলকাতা থেকে ০১.০৮.২০২৪ তারিখ থেকে ছাড়ার কথা ছিল এবং ১৩১৩০ খুলনা -কলকাতা বন্ধন এক্সপ্রেস যে ট্রেনটির ০১.০৮.২০২৪ তারিখে কলকাতাতে পৌঁছানোর কথা ছিল, সেই দু’টি বাতিল থাকবে।

আরও পড়ুন- কেরলের ধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮! চাপা পড়ে আছেন বহু, চলছে উদ্ধারকাজ

advertisement

নির্যাধারিত সময়ে ট্রেন না চলায় যাত্রীদের অসুবিধার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছে রেল দফতর। দুই বাংলার মধ্যে যোগাযোগ স্বাভাবিক হতে সময় লাগবে আরও কিছুদিন, এমনই ইঙ্গিত রেলের।

একইসঙ্গে রেল সূত্রে জানানো হয়েছে, নিম্নোক্ত শর্তাবলী সাপেক্ষে বাতিল ট্রেনের ভাড়ার সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে:

১. কলকাতা শহরের সংশ্লিষ্ট টিকিট কাউন্টার থেকে কেনা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত শুধুমাত্র কলকাতার বিশেষ টিকিট কাউন্টার গুলিতেই প্রদান করা হবে।

advertisement

২. হারানো/মিসপ্লেসড টিকিটের কোনো ফেরত দেওয়া হবে না।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৩. বিদেশি পর্যটকদের কাউন্টারে পিআরএসের কার্যক্রমের সময়ের মধ্যেই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে। টিডিআর ইস্যু করা হবে না।

বাংলা খবর/ খবর/কলকাতা/
kolkata-Khulna express cancelled:ফের বাতিল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস! কী ভাবে ফেরত পাবেন টাকা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল