‘বই প্রকাশক হিসেবে বই প্রকাশের ক্ষেত্রে আমাদের প্রচুর কাগজের প্রয়োজন হয়। তাই এবার প্রথম বই মেলা প্রাঙ্গনে একদিন বৃক্ষ রোপন কর্মসূচি রাখা হয়েছে। যা এবারই প্রথম।’
আরও পড়ুনঃ কবে শুরু কলকাতা বইমেলা? থিমে রয়েছে বড় চমক! বাকি আর কয়েকদিন, জানুন বিস্তারিত
তিনি আরও বলেন, ‘সিসিটিভির ক্যামেরা থাকবে ২০০ এর বেশি। দমকল বিভাগের তরফ থেকে ব্যবস্থা থাকবে। পর্যাপ্ত পুলিশ থাকবে, যেহেতু এই মেলার উদ্যোক্তা রাজ্য সরকারের। তাই তাদের তরফে সমস্ত ব্যবস্থা থাকছে। পার্কিং নিয়ে আলোচনা হয়েছে। সরকার থেকে কেএমডিএ, নগরোন্নয়ন দফতরের মতও সংলগ্ন সরকারি দফতরকে চিঠি দিয়ে আবেদন করা হয়েছে ছুটির দিনে পার্কিং দেওয়ার জন্য। অবশ্য এই জায়গাগুলো ছুটির দিন। আবেদন করবো সল্ট লেকের বাসিন্দারা হেঁটে বা অটো টোটোতে যদি আসেন মেলাতে।’
advertisement
গিন্ডের সাধারণ সম্পাদক শুধাংশু শেখর দে বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাদের বই মেলা প্রাঙ্গন দিয়েছেন। এখানেই বই মেলা হবে। আমরা লক্ষ্য নিয়েছি উদ্বোধনের দিন থেকেই যেন প্রতিটি দোকানে বই থাকেন। মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন, ব্রিটিশ উপ রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস সিএমজি। মেলার জন্য পরিবহণ দফতরের বিশেষ ব্যবস্থা করা থাকছে। মেট্রো চলবে। দুটো মেট্রো পরিষেবার মাঝের সময় সীমা কমিয়ে আনা হবে। মেলায় শিশু দিবস, বরিষ্ট নাগরিক দিবস পালন হবে। পালন হবে থিম কান্ট্রি দিবস।’
