TRENDING:

নির্বাচনী প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ নয়: হাইকোর্ট

Last Updated:

কংগ্রেস এবং বিজেপির মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ নির্বাচনী প্রক্রিয়ায় আর কোনওরকম হস্তক্ষেপ নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কংগ্রেস এবং বিজেপির মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ নির্বাচনী প্রক্রিয়ায় আর কোনওরকম হস্তক্ষেপ নয় ৷ একথা এদিন স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ৷ নির্দেশ ছাড়াই মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট ৷ তাই পঞ্চায়েত ভোটযুদ্ধে মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সংঘর্ষের অভিযোগ নিয়ে যে মামলা দায়ের করেছিল বিজেপি ৷ তাতে সমস্যার সমাধান হল না ৷ হাইকোর্ট এদিন জানিয়ে দিয়েছে, মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা আর বাড়ানো হবে না ৷
advertisement

আদালতের নির্দেশে আরও একদিন বাড়ানো হয়েছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন ৷ কিন্তু সংঘর্ষের অভিযোগ এনে ফের আদালতের দ্বারস্থ হয় বিজেপি ৷ গতকাল সকাল ১১টা থেকে বিকেল ৩টে অবধি মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছিল ৷ কিন্তু সকাল ১০,৩০ টাতেই সংঘর্ষের অভিযোগ এনে আদালতে মামলা করে বিজেপি ৷ এতে পঞ্চায়েত মামলার ভবিষ্যত আবারও প্রশ্নের মুখে পড়ে যায় ৷ কিন্তু বিরোধী দলগুলি অর্থাৎ সিপিএম, পিডিএস এবং কংগ্রেস দলের সমস্ত মামলা খারিজ করে হাইকোর্ট জানিয়ে দেয়, নির্বাচনী প্রক্রিয়ায় আর কোনও হস্তক্ষেপ নয় ৷ তার জেরে পঞ্চায়েত জট অনেকটাই কাটছে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

সূত্রের খবর, ইতিমধ্যেই নবান্নে গিয়ে পৌছেছেন পঞ্চায়েত সচিব সৌরভ দাস ৷ আজই বিকেলে রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হতে চলেছে ৷ সম্ভবত আজই পঞ্চায়েত নির্বাচনের দিন স্থির হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্বাচনী প্রক্রিয়ায় কোনওরকম হস্তক্ষেপ নয়: হাইকোর্ট