হাইকোর্টে দ্রুত শুনানি হচ্ছে না এই মর্মে সম্প্রতি সুপ্রিম কোর্টে অভিযোগ জানিয়েছিল রাজ্য। কিন্তু, এ বিষয়ে কোনও হস্তক্ষেপ না করে হাইকোর্টেই মামলা ফেরত পাঠায় শীর্ষ আদালত।
এদিন বিচারপতি রাজাশেখর মান্থ মন্তব্য় করেন, ‘‘সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন দেখে মনে হয়েছে, যেন মামলাকারীর জন্যই শুনানিতে দেরি হয়েছে৷ কিন্তু এই আদালত দেখেছে যে, কোনও পক্ষই দ্রুত শুনানিতে আগ্রহী নয়।’’
advertisement
প্রসঙ্গত, এর আগে শুভেন্দু অধিকারীর এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি পার্থসারথি সেন। রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নানা ইস্যুতে ২৬টি এফআইআর করেছিল রাজ্য৷ এই সমস্ত এফআইআরই বর্তমানে স্থগিত হয়ে রয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ। শুভেন্দুকে রক্ষাকবচ দিয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন, হাইকোর্টের অনুমতি ছাড়া নতুন কোনও FIR নয়।
আদালতের এই নির্দেশের কারণেই আসানসোলের কম্বল বিতরণ সভায় পদপিষ্ট হওয়ার ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর রুজু করা যায়নি। সূত্রের খবর, তখন থেকেই নতুন মাত্রা নেয় পরিস্থিতি তখন থেকেই৷