TRENDING:

ঝালদা পুরসভা নিয়ে রাজ্য সরকারের বড় ধাক্কা! প্রশাসক বসানোর সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের

Last Updated:

নতুন চেয়ারম্যান নির্বাচনের দিন ধার্য করার দ্বায়িত্ব ভাইস চেয়ারম্যানের ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। প্রশাসক নয়, পুরসভার দ্বায়িত্ব সামলাবেন জেলাশাসক, জানালেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি তিনি এও জানান, নতুন চেয়ারম্যান নির্বাচনের দিন ধার্য করার দ্বায়িত্ব ভাইস চেয়ারম্যানের ।
কলকাতা হাইকোর্ট৷
কলকাতা হাইকোর্ট৷
advertisement

ঝালদা পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস। পুরুলিয়ার এই পুরসভাটি নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা রয়েছে। পুরভোটে ঝালদায় ১২টি আসনের মধ্যে সমান সমান ফল করেছিল তৃণমূল এবং কংগ্রেস। এরপর থেকেই কোন দল পুরসভায় বোর্ড গঠন করবে, তা নিয়ে শুরু হয় গন্ডগোল। তৃণমূলের চেয়ারম্যান সুরেশ আগরওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস। আস্থাভোটে পুরপ্রধান সুরেশ আগরওয়াল পরাজিত হন৷ নতুন পুরপ্রধান বাছতে গিয়ে জটিলতা আরও বাড়ে। শেষে সরকারের তরফে শাসকদলের এক কাউন্সিলরকেই প্রশাসক হিসাবে নিযুক্ত করা হয়।

advertisement

আরও পড়ুন: আবাস যোজনার অধীনে বাড়ি প্রাপকদের চিহ্নিত কী ভাবে? জেলাগুলিকে ১৫ দফা গাইডলাইন নবান্নের

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

ঝালদায় শাসকদল গণতান্ত্রিক নির্বাচনের ফল মানছে না, এমন অভিযোগ জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। সেই নিয়োগের বিরোধিতা করেই সোমবার আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। পুরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। ৫ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ঝালদা পুরসভা নিয়ে রাজ্য সরকারের বড় ধাক্কা! প্রশাসক বসানোর সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল