এদিন আদালতে সিবিআই দাবি করেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন আমলা শান্তিপ্রসাদ সিনহার প্রধান এজেন্ট ছিল এই প্রসন্ন রায়৷ সেই সূত্রে প্রসন্ন রায়কে ঘিরে ৪.৫ কেটির লেনদেনের হদিস মিলেছে। অনেক চাকরিপ্রার্থী চাকরির বিনিময়ে প্রসন্নকে টাকা দিয়েছেন বলে তদন্তে স্বীকার করেছেন বলেও আদালতকে জানায় সিবিআই৷
আরও পড়ুন: রাহুল গান্ধির জায়গা নিল কেজরিওয়ালের মুখ! INDIA-র বৈঠকের আগে জোড়াল পোস্টার বিতর্ক
advertisement
আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতেই চূড়ান্ত ভোগান্তি! ডানকুনি-শিয়ালদহ শাখায় একগুচ্ছে ট্রেন বাতিল
অন্যদিকে, প্রসন্নের আইনজীবী এদিন আদালতে সওয়াল করেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর মক্কেলকে শান্তিপ্রসাদ সিনহার প্রধান এজেন্ট হিসাবে বলা হয়েছে। অথচ সিবিআই এই মামলায় গ্রুপ ডি এখনও শান্তিপ্রসাদকে গ্রেফতারই করেনি।
সব শুনে ডিভিশন বেঞ্চ জানায়, তদন্তের এই পর্যায়ে জামিন মঞ্জুরের পরিস্থিতি নেই। এস পি সিনহা ভূমিকা নিয়ে পদক্ষেপ করবে এজেন্সি।